পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে! গ্রেফতার অভিযুক্ত

Man Beaten to Death: মঙ্গলবার সকালে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দননগরে ৷ ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন
Mob Lynching in Chandannagar

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 12:41 PM IST

Updated : Dec 5, 2023, 1:07 PM IST

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে

চন্দননগর, 5 ডিসেম্বর: চোর সন্দেহে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দননগর লালদিঘির ধারে স্বাগতম লজের সামনে। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও ঘটনায় সানু চট্টোপাধ্যায় (ভোলা) নামে একজনকে গ্রেফতার করেছে চন্দননগর থানার পুলিশ ৷ পরে জানা যায়, গ্রেফতার হওয়া সানু ওরফে ভোলাই ঘটনায় একমাত্র অভিযুক্ত ৷ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তিকে খুন করা হয় ৷ মৃত ব্যক্তির নাম শেখ নজরুল (42)। বাড়ি চন্দননগর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের চালকে পাড়ায় ৷

তিনি দিল্লি রোডে একটি কেমিক্যাল ফ্যাক্টরি কাজ করতেন। এদিন সকালে নজরুল ও তাঁর ছেলে রাহুল হোসেন কিছু পুরনো লোহার মেশিন ও জিনিসপত্র টোটো করে বিক্রির জন্য বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ধৃত ফুল ব্যবসায়ী ভোলা পথ আটকায় তাঁদের। চুরির অভিযোগ করে টাকা চায়। বেগতিক বুঝে নজরুল ছেলেকে চলে যেতে বলেন। এরপরই একা পেয়ে ভোলা কয়েকজনকে ডেকে ব্যাপক মারধর করে তাঁকে। তাঁর বুকে, পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।

এরপর সংজ্ঞাহীন হয়ে রাস্তার ধারে তিনি পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। এরপরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ। পুলিশ ফুল ব্যবসায়ী ভোলাকে গ্রেফতার করে। সে কয়েকদিন আগেই জেল থেকে বেরিয়েছে বলে জানা গিয়েছে। চন্দননগর নীচুপট্টি এলাকার বাসিন্দা ভোলা কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী । তবে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃত ব্যক্তির ছেলে শেখ রাহুলের অভিযোগ, দিল্লি রোডের ধারে একটি কারখানায় কাজ করে বাবা। সেখান থেকে লোহার কিছু জিনিস কিনে বাড়িতে এনে রেখেছিল ৷ আজ, সেগুলিকে নিয়ে গিয়ে বিক্রি করতে যাচ্ছিল। তখনই ফুল ব্যবসায়ী ভোলা গাড়ি দাঁড় করিয়ে বলে এটা চুরির জিনিস কোথায় নিয়ে যাচ্ছিস বলে বাবাকে মারধর করতে শুরু করে। বাবা আমাকে ওখান থেকে আমাকে চলে যেতে বলে ৷ পরে আমি মামার সঙ্গে এসে দেখি বাবা রাস্তার উপরে পড়ে রয়েছে ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলে মৃত্যু হয়েছে। আমাকেও থানা লকাপ থেকে মেরে ফেলার হুমকি দেয়।"

চন্দননগর ডিসি ঈশানি পাল বলেন, "ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আমরা অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশের টহল জারি।"

আরও পড়ুন:

  1. পানীয় জল নিয়ে বিবাদ, ভাটপাড়ায় দাদার হাতে খুন ভাই
  2. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা
  3. বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী
Last Updated : Dec 5, 2023, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details