চন্দননগর, 5 ডিসেম্বর: চোর সন্দেহে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দননগর লালদিঘির ধারে স্বাগতম লজের সামনে। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হলেও ঘটনায় সানু চট্টোপাধ্যায় (ভোলা) নামে একজনকে গ্রেফতার করেছে চন্দননগর থানার পুলিশ ৷ পরে জানা যায়, গ্রেফতার হওয়া সানু ওরফে ভোলাই ঘটনায় একমাত্র অভিযুক্ত ৷ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তিকে খুন করা হয় ৷ মৃত ব্যক্তির নাম শেখ নজরুল (42)। বাড়ি চন্দননগর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের চালকে পাড়ায় ৷
তিনি দিল্লি রোডে একটি কেমিক্যাল ফ্যাক্টরি কাজ করতেন। এদিন সকালে নজরুল ও তাঁর ছেলে রাহুল হোসেন কিছু পুরনো লোহার মেশিন ও জিনিসপত্র টোটো করে বিক্রির জন্য বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ধৃত ফুল ব্যবসায়ী ভোলা পথ আটকায় তাঁদের। চুরির অভিযোগ করে টাকা চায়। বেগতিক বুঝে নজরুল ছেলেকে চলে যেতে বলেন। এরপরই একা পেয়ে ভোলা কয়েকজনকে ডেকে ব্যাপক মারধর করে তাঁকে। তাঁর বুকে, পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।
এরপর সংজ্ঞাহীন হয়ে রাস্তার ধারে তিনি পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। এরপরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ। পুলিশ ফুল ব্যবসায়ী ভোলাকে গ্রেফতার করে। সে কয়েকদিন আগেই জেল থেকে বেরিয়েছে বলে জানা গিয়েছে। চন্দননগর নীচুপট্টি এলাকার বাসিন্দা ভোলা কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী । তবে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।