শ্রীরামপুর, 5 জুন : অনাড়ম্বরে পালিত হল মাহেশের স্নানযাত্রা। অপরদিকে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র জিউর মন্দিরের মধ্যে জগন্নাথদেবের স্নানযাত্রার ব্যবস্থা করলেন মন্দির কর্তৃপক্ষ । কোরোনার জেরে আগেই বন্ধ হয়ে গেছে রথ যাত্রা। তার উপর সংক্রমণের জেরে মন্দিরের মধ্যেই জগন্নাথ বলরাম ও শুভদ্রাকে দুধ গঙ্গা জলে স্নান করে নিয়ম পালন করলেন সেবাইতরা । মন্দিরের সেবাইত ও নিদিষ্ট কিছু মানুষ ছাড়া মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।এই বছরের সরকারি নিয়ম মেনেই পালিত হবে রথযাত্রা । বাধ্য বাধকতার মধ্যে রীতি মেনে পালিত হচ্ছে জগন্নাথ দেবের আরাধনা। মাহেশের রথযাত্রা এবছরে 624 বছরের প্রাচীন স্নানযাত্রাতেও মহামারির কারনে এই প্রথম ছেদ পড়ল।
জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ মাসির বাড়ি না গেলেও নারায়ণ শীলা নিয়ে মাসির বাড়ি যাবেন সেবাইতরা। রীতি অনুযায়ী রথযাত্রার আগে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব হয়। স্নান পিড়ির মাঠে ধূমধাম করে হয় স্নানযাত্রা উৎসব । বহু ভক্তের সমাগম হয় অন্য বার। এবছর মন্দির কমিটি আগে থেকেই ঘোষণা করেন স্নানযাত্রা উৎসবও হবে না মাঠে ।