হুগলি, 26 অগাস্ট: এবার কোরোনায় আক্রান্ত হুগলির স্বাস্থ্য বিভাগের CMOH সহ দু'জন প্রশাসনিক আধিকারিক । কয়েকদিন আগেই তার সোয়াবের নমুনা পাঠানো হয় ৷ আজ তাঁর রিপোর্ট পজ়িটিভি এসেছে ৷
কোরোনায় আক্রান্ত হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক - হুগলির স্বাস্থ্য বিভাগের CMOH
কোরোনায় আক্রান্ত হুগলির স্বাস্থ্য বিভাগের CMOH সহ দু'জন প্রশাসনিক আধিকারিক । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভি এসেছে ৷
জেলায় এই পর্যন্ত CMOH শুভ্রাংশু চক্রবর্তী সহ CMOH 3 সুব্রতসেন শর্মা, গোঘাট ব্লকের BMOH শুভ ভট্টাচার্য, DMCHO মহম্মদ ইউনুস, DPHNO বিজলী মণ্ডল কোরোনায় আক্রান্ত হয়েছেন । সেই সঙ্গে চুঁচুড়া ব্লাড ব্যাঙ্কের পাঁচজন কর্মীর শরীরে আজ কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । বিভিন্ন হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের একধিক কর্মী কোরোনায় আক্রান্ত ৷ কেউ হোম আইসোলেশনে কেউ কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন।এর জেরে জেলা স্বাস্থ্য বিভাগে অচলা অবস্থা তৈরি হতে পারে আশঙ্কা করছে আধিকারিকদের একাংশ ।
শুক্রবার CMOH অফিসে ভিডিয়ো কনফারেন্স ছিল।তারপর এক আধিকারিক প্রথম কোরোনায় আক্রান্ত হন। এর পরই কনফারেন্সে উপস্থিত আধিকারিকদের কোরানো পরীক্ষা করানো হয় ৷ সূত্রের খবর, তারপরই CMOH সহ কয়েকজন আধিকারিকের কোরোনা সংক্রমণের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, "বর্তমানে তিনি নিজে আইসোলেশনে রয়েছেন । তবে তার শারীরিকভাবে কোনও সমস্যা নেই এই মুহূর্তে।"