হুগলি, ৩ নভেম্বর : স্থানীয় তৃণমূল নেতৃত্বের অজান্তেই এবার তারকেশ্বরে শুভেন্দু অধিকারী ফ্যানস অ্যাসোসিয়েশনের নাম করে ফ্লেক্স লাগালো কেউ বা কারা। যেখানে লেখা শুভ শারদীয়া, দীপাবলী, ভ্রাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন গ্ৰহন করুন"। নিচে হুগলি জেলা শুভেন্দু অধিকারী ফ্যানস অ্যাসোসিয়েশন। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে গুঞ্জন।
তারকেশ্বরে শুভেন্দু অধিকারী ফ্যানস অ্যাসোসিয়েশনের নাম করে ফ্লেক্স - তারকেশ্বর
দু'দিন আগেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী নামে পোস্টার দেওয়া নিয়ে তৃণমূলের মধ্যে চাপানউতোর দেখা দিয়েছিল। এবার হুগলি জেলায় শুভেন্দুর নাম করে পোস্টার পড়ায় কিছুটা আশ্চর্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, দু'দিন আগেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী নামে পোস্টার দেওয়া নিয়ে তৃণমূলের মধ্যে চাপানউতোর দেখা দিয়েছিল। এবার হুগলি জেলায় শুভেন্দুর নাম করে পোস্টার পড়ায় কিছুটা আশ্চর্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে তারকেশ্বরের বিদায়ী পুরপ্রধান স্বপন সামন্ত বলেন, বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। তবে, হুগলি জেলায় শুভেন্দু অধিকারীর অনেক অনুরাগী রয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন তৃণমূল বর্তমানে দ্বিখণ্ডিত। যেভাবে বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়েছে, সেই ভাবে শুভেন্দু আধিকারিক অনুগামীদের বিজেপিতে স্বাগত জানান তিনি।