পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: 'রাম-নাম শুনলে ভূত পালায়, এখন তৃণমূলও পালাচ্ছে', কটাক্ষ দিলীপের

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নাম না করে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ৷ হাওড়া স্টেশনে জয় শ্রী রাম ধ্বনি প্রসঙ্গে শাসকদলকে একহাত নিলেন তিনি ৷

ETV Bharat
Dilip Ghosh

By

Published : Jan 1, 2023, 10:52 AM IST

নাম না করে মমতাকে নিশানা দিলীপের

বেগমপুর(হুগলি), 1 জানুয়ারি: "রামের নাম শুনলে নাকি ভূত পালায় ৷ এখন তো দেখছি টিএমসি পালিয়ে যাচ্ছে ।" শাসকদলকে এভাবেই কটাক্ষ করতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) । শুক্রবার বন্দে ভারতের এক্সপ্রেসের উদ্বোধনে হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'জয় শ্রী রাম' ধ্বনি (Jai Shree Ram slogan) দেওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । সেই প্রসঙ্গে বেগমপুরে তাঁত শিল্পীদের বিশ্বকর্মা পুজোয় এসে তিনি এই মন্তব্য করেন ৷

এই বিজেপি নেতা আরও বলেন, "রাম-নাম তো সব জায়গায় হয় । আমরাও বাইরে বেরোলে অনেকে গো ব্যাক বলে জয় বাংলা বলে । রাজনীতিতে চলতেই থাকে এসব । আমরা লড়াই করছি বলে মানুষ স্বীকৃতি দিয়েছে । আর রামের নাম তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নেওয়া হয় ।"

শনিবার চণ্ডিতলার বেগমপুরে অসময়ে বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) উদ্বোধন করতে আসেন দিলীপ ঘোষ । তিনি এদিন বলেন, "বিজেপি সব সময় নতুন কাজ করছে । গতকাল প্রধানমন্ত্রী এত কিছু দিয়েছেন । বন্দে ভারত ট্রেন থেকে গঙ্গা একশান প্লান, মেট্রো দিয়েছেন, শিলিগুড়ি স্টেশনের আধুনিকীকরণের জন্য সারে তিনশো কোটির প্রজেক্ট দিয়েছেন । আমরা চাইব মানুষও ভাবুক ৷ নতুন বছরে নতুন করে ভাবুন । হিংসা দুর্নীতি রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতেই হবে "।

হুগলির চণ্ডিতলার বেগমপুর, ছোট তাজপুর, খরসরাই, মনিরামপুর এলাকায় প্রায় আশিটি বিশ্বকর্মা পুজো শুক্লপক্ষের নবমী তিথিতে হয় । সেই পুজো মূলত তন্তবায় মানুষরা শুরু করেছিলেন । এখন সেটা সর্বজনীন পুজোর রূপ নিয়েছে । বেগমপুরের তাঁত বিখ্যাত, কিন্তু এই পেশার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অন্য পেশা খুঁজে নিচ্ছেন । কারণ তাঁত বুনে আর পেট চলে না বলে তাঁদের দাবি ।

আরও পড়ুন:জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

দিলীপ ঘোষ সেই সম্পর্কে বলেন, "কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে । ঋণের ব্যবস্থা আছে । প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ৷ সেগুলো নিতে হবে । কেন্দ্রের সব টাকা রাজ্য সরকারের মাধ্যমে আসে । রাজ্য সরকারের মাধ্যমে সেই টাকা খরচে দুর্নীতি হচ্ছে । আবাস যোজনা থেকে শুরু করে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্নীতি ৷ তার শিকার হচ্ছে সাধারন মানুষ । আমরা চেষ্টা করছি তাঁতিদের সরাসরি সাহায্য করার ।"

ABOUT THE AUTHOR

...view details