কলকাতা, 11 সেপ্টেম্বর : কারিগরের কাছ থেকে গায়েব হয়ে গেছিল 97টি হিরে দিয়ে তৈরি নেকলেস । যার মূল্য প্রায় 50 লাখ টাকা । তদন্তে নেমে চোরকে ধরতে না পারলেও গ্রেপ্তার হয়েছে মূল পাণ্ডা । খোদ মুম্বই প্রবাসী হিরের ব্রোকার । সিনেমার কায়দায় হুগলির গুপ্তিপাড়া থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে সেই 50 লাখের হিরেও ।
প্রশান্ত মাল । পেশায় হিরের গয়নার পাথর সেটিং-এর কারিগর । গিরিশ পার্কের 17/1/এ ঠিকানায় তাঁর ওয়ার্কশপ । কারিগর হিসেবে তাঁর বেশ সুনামও রয়েছে । গতমাসে একটি নামী গয়না প্রস্তুতকারী সংস্থা তাঁকে 97টি হিরে দিয়ে একটি নেকলেস তৈরির বরাত দেয় । কাজটা প্রায় সম্পূর্ণই করে ফেলেছিলেন । কিন্তু, 22 অগাস্ট ছন্দপতন । গায়েব সেই বহুমূল্য নেকলেস । সেই সঙ্গে বেপাত্তা মাসখানেক আগে কাজে যোগ দেওয়া এক কর্মী । নাম শাকিল আহমেদ । 23 অগাস্ট গিরিশ পার্ক থানায় FIR করেন তিনি । তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা ।
প্রাথমিকভাবে সকলেরই সন্দেহ ছিল, নেকলেস নিয়ে পালিয়েছে শাকিল । শুরু হয় খোঁজাখুঁজি । তদন্ত এগোলে গোয়েন্দারা বুঝতে পারেন এই কাজ একা শাকিলের নয় । তবে চুরি করেছে সেই । ঘটনার সূত্র ধরে পুলিশ গতরাতে গ্রেপ্তার করে মুম্বই প্রবাসী হিরের ব্রোকার মান্নান শেখকে ।
মাটি খুঁড়ে উদ্ধার 50 লাখের নেকলেস কিন্তু, এখানে মান্নান শেখ এল কোথা থেকে ? তদন্তকারীরা জানিয়েছেন, শাকিল হিরে চুরি করেছে ঠিকই, তা করেছে মান্নানের নির্দেশে । কারণ, শাকিলকে প্রশান্তর ওয়ার্কশপে নিয়োগ করেছিল সেই । তা একেবারে কর্পোরেট স্পাইয়ের কায়দায় । শাকিলকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়ার্কশপে কোনও বড় অর্ডার এলেই চুরি করতে হবে । তা পৌঁছে দিতে হবে হুগলির গুপ্তিপাড়ার মীরডাঙায় । আদতে সে ওই গ্রামের বাসিন্দা । তদন্তকারীরা আরও জানতে পারেন, এই একই কায়দায় রীতিমতো বেতনের বিনিময়ে দেশের নানা রাজ্যে হিরের বিভিন্ন ওয়ার্কশপে চোর ঢুকিয়েছে সে । যাদের কাজ দামী হিরের গয়না চুরি করা । তারপর সেই গয়না বিক্রি হয়ে যায় মুম্বইয়ের জাভেরি বাজারে।
কিন্তু, পঞ্চাশ লাখের হিরের নেকলেস কোথায় গেল ? পুলিশি জেরার মান্নান জানায়, নেকলেসটি এখনও বিক্রি হয়নি । লুকানো আছে মাটির তলায় । এরপরই আজ বিকেলে হুগলির গুপ্তিপাড়া পৌঁছান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা । মাটি খুঁড়ে বের করা হয় নেকলেস । শাকিলের খোঁজ চালাচ্ছে পুলিশ ।