পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sabooj Sathi Bycycle: সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের - Sabooj Sathi

বৈদ্যবাটিতে সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ উঠল এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা ৷

Sabooj Sathi Cycle
সবুজ সাথীর সাইকেল

By

Published : Jun 26, 2023, 10:55 PM IST

সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বৈদ্যবাটি, 26 জুন: সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ উঠল বৈদ্যবাটির এক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে । পুরানো ভাঙা চোরার জিনিসপত্রের সঙ্গে স্কুলের সরকারি সাইকেল কিনে নিয়ে যাচ্ছিলেন এক কাবারিওয়ালা । তা দেখতে পেয়েই তার প্রতিবাদ করে স্থানীয় মানুষজন ৷ সাইকেল বিক্রিতে বাঁধা দেয় তারা । ঘটনাটি বৈদ্যবাটির বনমালী ইনস্টিটিউশন স্কুলের । স্কুলেকে জানিয়ে কোনও সুরাহা হয়নি ৷ এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই স্কুলের প্রধান শিক্ষক । তবে সাইকেল কিনতে আসা ওই যুবক দাবি করেছেন, সরকারি সাইকেল জেনে শুনেই কিনছিলেন তিনি ।

স্থানীয়দের দাবি, সরকারি জিনিস কী করে স্কুল কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক বিক্রি করতে পারেন । ব্যবসায়ীকে ধরে মারধর করে স্থানীয়রা বলে অভিযোগ । দীর্ঘক্ষণ স্কুলের সামনে বিক্ষোভ অবরোধ হয় । শেষমেশ শ্রীরামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । উত্তেজনার মধ্যে স্কুল থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । ছাত্র ছাত্রীদের জন্য আসা সবুজ সাথীর তিনটি সাইকেল বিক্রি করার অভিযোগ উঠেছে । অভিযোগ, সাড়ে সাত হাজার টাকার বিনিময় সবুজ সাথীর ওই তিনটি সাইকেল বিক্রি করা হচ্ছিল ৷ সঙ্গে পুরনো বই খাতাও বিক্রি করা হয় । সাইকেল গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই গাড়ি আটকায় স্থানীয়রা ।

আরও পড়ুন:সবুজ সাথীর সাইকেল পিছু টাকা নেওয়ার অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

প্রধান শিক্ষক কোন সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের । প্রাক্তন ছাত্র ইন্দ্রনীল চক্রবর্তী বলেন, "এই স্কুলে বিভিন্ন সময় অন্যায় হচ্ছে ৷ আমাদের কানে আসছে । আমরা কিছু বলতে গেলে প্রধান শিক্ষক পাত্তা দিচ্ছে না । আজ সরকারের সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছিল । আমরা বাঁধা দেওয়ায় আটকে যায় । বই বিক্রি হচ্ছে ৷ সেটা কোন ম্যানেজমেন্ট কমিটির অনুমতি ছাড়াই হচ্ছে । এই প্রধান শিক্ষকের জন্য স্কুলের অবনতি হয়েছে । একে স্কুলে রাখা যাবে না । এর শাস্তি দাবি করছি আমরা ।"

আরও পড়ুন:'ব্যবহারের অযোগ্য', 200 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

পরে প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল বলেন, "স্কুলের কিছু পুরানো লোহা ভাঙা,পাইপ,কাঁচ,পুরানো বই বিক্রি করা হয় । যাকে বিক্রি করা হয়েছে সে না বুঝেই গোডাউন থেকে সবুজ সাথীর সাইকেল গাড়িতে তুলে নেয় । এলাকাবাসী তা দেখে গাড়ি আটকায় । টাকা নিয়ে সাইকেল বিক্রি করার অভিযোগ সত্যি নয় । আমি যখনই শুনেছি তখনই বলেছি সাইকেল নামিয়ে রাখতে । ওই সাইকেলগুলো দীর্ঘদিন ধরেই পরে রয়েছে ।" চন্দননগরের বাসিন্দা কাবারিওয়ালা সুজিত পাসোয়ান বলেন, "ভাঙাচোরা জিনিসের সঙ্গে সাড়ে সাত হাজার টাকায় সাইকেল নিয়েছি । আমার মেয়ে অন্য স্কুলে পরে ৷ তাই স্যারের কাছ থেকে একটি সাইকেল মেয়ের জন্য চেয়ে নিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details