কলকাতা, ২৪ মার্চ: হাওড়ার জেলাশাসকের কাছে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবিষয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছে বলে সূত্রের খবর।
গতরাতে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করে কিছু দুষ্কৃতী। নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। অভিযোগ, BJP নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। গোবিন্দবাবুর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে। যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে না অন্যকিছু, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে।