পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CMC Election 2022 : প্রয়াত চন্দননগরের বিজেপি প্রার্থী, 17 নম্বর ওয়ার্ড ঘিরে অনিশ্চয়তা - 17 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল

আগামী মাসে পৌরনির্বাচন ৷ তার আগে মারা গেলেন চন্দননগরে বিজেপি প্রার্থী ৷ তাঁর মৃত্যুতে নির্বাচন নিয়ে ধন্দে গেরুয়া শিবির (CMC Election 2022) ৷

CMC Election 2022 news
প্রয়াত গোকুল পাল

By

Published : Jan 22, 2022, 8:37 AM IST

বেশোহাটা, (চন্দননগর) 22 জানুয়ারি :পিছিয়ে গিয়েছে চার পৌরনিগমে নির্বাচন ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন হলে আজ চার পৌরনিগমের ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই মারা গেলেন চন্দননগর পৌর নির্বাচনের বিজেপি প্রার্থী গোকুল পাল ৷ চন্দননগর পৌরনিগমের 17 নং ওয়ার্ড থেকে পদ্মের হয়ে লড়াইয়ে নেমেছিলেন 78 বছরের প্রবীণ ব্যক্তিটি ৷ শুরু করেছিলেন প্রচার ৷ কিন্তু তার আগে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ ফলে 17 নং ওয়ার্ডের নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে (BJP candidate Gokul Pal passes away before election) ৷

বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ নেতা গোকুল পাল । শুক্রবার রাত আটটা নাগাদ বুকে ব্যথা আর শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাঁকে বেশোহাটার বাড়ি থেকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । প্রার্থীর মৃত্যুর খবর শুনে স্থানীয় বিজেপি নেতৃত্ব হাসপাতালে হাজির হন ।

মারা গিয়েছেন চন্দননগরের 17 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল

আরও পড়ুন : CMC Election 2022 : এবারের পৌরভোটেও 30 বছরের ‘নির্মীয়মাণ’ চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম অন্যতম ইস্যু

17 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুজিত কুমার নাথ ও বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় । করোনার প্রকোপে 22 জানুয়ারির বদলে 14 ফেব্রয়ারি নির্বাচনের দিন স্থির করা হয়েছে । ভোট পিছিয়ে গেলেও আগেই প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে । স্ক্রুটিনি করে প্রত্যাহারের দিনও পেরিয়ে গিয়েছে । তাই এবার নতুন কেউ প্রার্থী হতে চাইলে তিনি কীভাবে মনোনয়ন জমা দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

এই প্রসঙ্গে হুগলি জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, "এখনও নির্বাচনের দেরি আছে । কমিশনকে প্রার্থীর মৃত্যুর সংবাদ জানানো হবে । এরপর রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।" বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার গোকুল পালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details