পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC and BJP Clash: শুভেন্দুকে কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার, আক্রান্ত তৃণমূলের মহিলা কর্মীরা - চাউলপট্টি থেকে রেল স্টেশন পর্যন্ত মিছিল করে বিজেপি

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিলে তৃণমূলের কালো পতাকা দেখানো নিয়ে তারকেশ্বরে ধুন্ধুমার (Clash betwwen TMC and BJP) ৷ তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা ঢিল ছোঁড়েন তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে ৷ এতে আহত একাধিক মহিলা তৃণমূলের মহিলা কর্মী ৷ আহত হয়েছেন সাংবাদিকরাও ৷

TMC and BJP Clash
শুভেন্দুকে কালো পতাকা দেখাতে গিয়ে আক্রান্ত তৃণমল মহিলা কর্মী

By

Published : Sep 8, 2022, 8:52 PM IST

Updated : Sep 8, 2022, 9:33 PM IST

তারকেশ্বর, 8 সেপ্টেম্বর:বৃহস্পতিবার তারকেশ্বর চাউলপট্টি থেকে রেল স্টেশন পর্যন্ত মিছিল করে বিজেপি (BJP)। রেল গেটের কাছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়। গ্যাসের দাম, তেলের দাম বৃদ্ধি-সহ বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করে তৃণমূল (TMC)। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায় (Clash betwwen TMC and BJP) । এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

অভিযোগ, বিজেপি কর্মীরা ঢিল ছোঁড়ে তৃণমূলের দিকে। ঢিলের আঘাতে আহত বেশ কয়েক জন মহিলা তৃণমল কর্মী, পুলিশ কর্মী ও সাংবাদিকরাও। বর্তমানে তাঁরা আহত অবস্থায় ভর্তি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর আহতদের দেখতে যান আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়। তবে এই ঘটনার কথা স্বীকার করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুকে কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার

আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সন্দেহ !' মমতাকে কটাক্ষ দিলীপের

এ বিষয়ে তৃণমূলের আরামবাগ জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেন, "আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলাম, শুনলাম ৷ এলাকার মেয়েরা পোস্টার হাতে বিভিন্ন দাবি নিয়ে বিজেপির মিছিলে কালো পতাকা দেখিয়েছে। বিজেপি-র কিছু লোকজন মহিলাদেরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে ৷ তাতে আটজন মহিলা গুরুতর আহত হয়। তাঁদের কারোর মাথা ফেটেছে, কারোর পায়ে লেগেছে। খুবই ন্যাক্কারজনক ঘটনা। শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে এই ঘটনা ঘটাচ্ছেন। ওনার দল এবং উনি নিজে নোংরা জায়গায় চলে গিয়েছেন। হুগলি জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক সুরেশ সাউ এ বিষয়ে বলেন, "তৃণমূলের লোকেরাই শুভেন্দু অধিকারীর মিছিলে কালো পতাকা দেখিয়েছেন। তৃণমূল অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গিয়েছে সেই কারণেই এই সমস্ত উলটো-পালটা কাজ করছে।"

Last Updated : Sep 8, 2022, 9:33 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details