চুঁচুড়া, 29 সেপ্টেম্বর: হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) সত্যপীরতলার ঘোষ বাড়ি ৷ এই পরিবারের সদস্যরা দুর্গাপুজো শুরু করেছিলেন 2008 সালে ৷ মাটির একচালা প্রতিমায় হত দেবীর আরাধনা ৷ কিন্তু, পুজো শুরুর পর ছ'বছর কাটতে কাটতেই পরিবারের এক সদস্যের অকালমৃত্যু হয় ৷ তাতেই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ বেঁকে বসে শুধু একজন ৷ সেদিনের সেই কিশোর আজকের সদ্য যুবক ৷ তাঁর নাম দীপ্তরূপ ঘোষ ৷ বাড়ির বড়রা দশভূজার পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই সম্পূর্ণ নিজের উদ্যোগে পুজো শুরু করেন দীপ্তরূপ ৷ গত আট বছর ধরে সেই ধারাই চলছে ৷ ফলে মাতৃ আবাহন এই পরিবারে আর বন্ধ হয়নি কখনও ৷ শুধু বদলে গিয়েছে প্রতিমা তৈরির উপাদান ৷
আগে অন্য়দের মতো ঘোষ বাড়ির প্রতিমাও আনা হত কুমোরপাড়া থেকে ৷ একচালা প্রতিমা গড়ে উঠত বাঁশ-খড়ের কাঠামোয় মাটি লেপে ৷ কিন্তু, দীপ্তরূপ মূর্তি তৈরি করেন পুরনো খবরের কাগজ দিয়ে (Paper Made Idol) ৷ সঙ্গে তাঁর লাগে আরও কিছু রঙিন কাগজ, রং, তুলি, জরি, চুমকি- এইসব ৷ প্রতিবছর নিজেই প্রতিমা গড়েন এই তরুণ ৷ পুজোও করেন নিজেই ৷ বেহালা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্তরূপ উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ৷ কলেজে তাঁর বিষয় প্রাণীবিদ্য়া ৷ সবদিক সামলেই চলে প্রতিমা নির্মাণ ৷ তবে, এই কাজের কোনও প্রথাগত প্রশিক্ষণ দীপ্তরূপের নেই ৷