পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dankuni Train Accident : করোনাবিধির মধ্যেও বাদুরঝোলা ভিড়, ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের - West Bengal COVID Restrictions

রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি হওয়ার পর কমেছে লোকাল ট্রেনের সংখ্যা ৷ গতকাল থেকেই লাগু হয়েছে এই নিয়ম ৷ প্রথম দিন লোকাল ট্রেনগুলিতে ছিল অসম্ভব ভিড় ৷ দ্বিতীয় দিনেও দেখা গেল একই ছবি ৷ সেই ভিড়ের ঠেলায় ডানকুনিতে ট্রেন থেকে পড়ে যান এক প্রৌঢ় ৷ মৃত্যু হয়েছে তাঁর (Train Accident Death at Dankuni Station) ৷

West Bengal COVID Restrictions
ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু

By

Published : Jan 4, 2022, 5:19 PM IST

ডানকুনি, 4 জানুয়ারি : ডানকুনি স্টেশনে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর (Train Accident Death at Dankuni Station) ৷ নতুন করে কোভিডবিধি জারি হয়েছে রাজ্যজুড়ে ৷ কমেছে লোকাল ট্রেনের সংখ্যাও ৷ এই পরিস্থিতিতে প্রচণ্ড ভিড়ের ঠেলায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল চন্দ্রকোনার এক প্রৌঢ়ের ৷ কোভিডবিধি জারি হওয়ায় 50 শতাংশ যাত্রী নিয়ে চলার কথা লোকাল ট্রেন ৷ তা সত্ত্বেও লোকাল ট্রেনের ভিড় এবং তা থেকে এমন পরিণতির জন্য উঠছে প্রশ্ন ৷

ডানকুনি থেকে খড়্গপুরে ফিরছিলেন চন্দ্রকোনা টাউনের বাসিন্দা চন্দন প্রচণ্ড (55) । মঙ্গলবার ডানকুনিতে কাজে এসেছিলেন চন্দন ৷ লোকাল ট্রেন সংখ্যায় কমে যাওয়ায় ডানকুনি স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ট্রেন এলে তাতেই উঠে পড়েন । তবে প্রচণ্ড ভিড় থাকায় ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে যেতে হয় তাঁকে । ডানকুনি ও বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে যান তিনি । তড়িঘড়ি জিআরপির সাহায্যে সহযাত্রীরা তাঁকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁর আঘাত গুরতর ছিল ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

ট্রেনের অন্যান্য যাত্রীদের বক্তব্য, ট্রেনে অত্যাধিক ভিড় থাকার কারণে চন্দন প্রচণ্ড ট্রেন থেকে পড়ে যান । করোনার কারণে সরকারিভাবে 50 শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের কথা ঘোষণা করা হয়েছে । তবে সেই বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলেছে লোকাল ট্রেন । তাতেই এই চরম পরিণতি ৷

মৃতের আত্মীয় জগৎ চৌধুরী বলেন, "চন্দনবাবু ট্রেনে উঠেই বলছিলেন সরকার 50 শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলার কথা বললেও এভাবে গুঁতোগুঁতি করে চললে সমস্যা তো হবেই । তারপরই ট্রেন থেকে পড়ে যান তিনি ৷"

যাত্রীদের তরফে অভিযোগ, করোনা ঠেকাতে বিভিন্ন বিধি তৈরি করছে সরকার ৷ তবে সেগুলোর কোনটাই সঠিক ভাবে লাগু হচ্ছে না । এদিন ডানকুনি স্টেশনে রেল পুলিশ না থাকার অভিযোগ তুলেছেন তাঁরা ৷

আরও পড়ুন : Covid Effect on Kolkata Metro Service : সোমবার থেকে বন্ধ টোকেন, শেষ মেট্রোর সময় এগল

ABOUT THE AUTHOR

...view details