চন্দননগর, 13 জানুয়ারি :দুয়ারে পৌরভোট (CMC Election 2022) ৷ তার আগে চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম (Chandannagar Indoor Stadium) নিয়ে চড়ছে রাজনীতির পারদ ৷ গত 30 বছর ধরে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়নি ! এর জন্য তৃণমূলকেই একযোগে দায়ী করছে বাম-বিজেপি ৷ শহরের প্রাক্তন কাউন্সিলর তথা বামনেতা জয়ন্ত চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, 1991 সালের 14 অক্টোবর এই স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন রাজ্যর তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী ৷ স্থানীয় পাল পরিবারের দানের জমিতে শুরু হয়েছিল নির্মাণকাজ ৷ পরবর্তীতে পৌর বোর্ড থেকে বামেরা সরে যেতেই স্তব্ধ হয়ে যায় গোটা প্রকল্প ৷
আরও পড়ুন :Chandernagore Alo-Hub controversy : এক বছর পরও 'অন্ধকারে' আলো-হাব, বিরোধীদের নিশানায় তৃণমূল
বর্তমানে গোটা স্টেডিয়াম চত্বরটারই বেহাল দশা ৷ যেখানে খেলার আসর বসার কথা ছিল, এখন সেই জমিই ঢাকা পড়েছে আগাছায় ৷ খেলোয়ারদের বিশ্রামের জন্য তৈরি ঘরে সংসার পেতেছেন গৃহহীনরা ৷ স্টেডিয়াম চত্বরে তৈরি দোকান ঘরে রমরমিয়ে চলছে বেআইনি গ্যারাজ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আঁধার নামলেই স্টেডিয়ামের ভিতর জমে ওঠে মদ, গাঁজা, জুয়ার ঠেক ৷