পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিতে মাস্টার মশাইকে 'গদ্দার' বললেন বেচারাম - রবীন্দ্রনাথ ভট্টাচার্য

শেষ হাসি হেসেই মাস্টার মশাইকে 'গদ্দার' বললেন ছাত্র ৷ সিঙ্গুর বিধানসভা থেকে প্রায় 26 হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না ৷ এদিকে সিঙ্গুরের গত তিনবারের বিধায়ক বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর বিজেপিতে যোগদান মানুষ ভালোভাবে নিতে পারেননি বলে নিজেই স্বীকার করে নেন ৷

রবীন্দ্রনাথকে গদ্দার বললেন বেচারাম মান্না ৷
রবীন্দ্রনাথকে গদ্দার বললেন বেচারাম মান্না ৷

By

Published : May 2, 2021, 7:47 PM IST

Updated : May 2, 2021, 8:32 PM IST

সিঙ্গুর, 2 মে: সিঙ্গুরে জয়ী বেচারাম মান্না । তারপরই মাস্টার মশাইকে দেখে স্লোগান উঠল 'সিঙ্গুরের গদ্দার হটাও' ৷ উঠল 'জয় বাংলা' স্লোগানও ৷ চন্দননগর কানাইলাল কাউন্টিং সেন্টার থেকে সিঙ্গুরের তিনবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দেখেই স্লোগান উঠল তারস্বরে । বিরূপ মন্তব্য শুরু করেছে তৃণমূল কর্মীরা ।

তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য বেরিয়ে এসেছিলেন মাস্টার মশাই । যোগ দিয়েছিলেন বিজেপিতে । তাঁকে সিঙ্গুরের বিজেপি প্রার্থী করেছিল দল । সেই নিয়ে বিজেপি দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল । অনশনে নেমেছিলেন সিঙ্গুরের বিজেপি কর্মী থেকে বিভিন্ন পদে থাকা কার্যকর্তা । পাশাপাশি তৃণমূলে তাঁর অনুগামীরাও মাস্টার মশাইয়ের সঙ্গে বিজেপিতে যোগ দেননি । ফলে হারের মুখ দেখতে হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে । সেটা অবশ্য তিনি একবাক্যে স্বীকারও করে নিয়েছেন । তাঁর কথায়, "মানুষ আমার বিজেপিতে যাওয়া মেনে নিতে পারেননি ৷ মানুষের জয় হয়েছে ।"

জয়লাভ করেই রবীন্দ্রনাথকে 'গদ্দার' বললেন বেচারাম মান্না ৷

এদিন জয় পাওয়ার পরই বেচারাম মাস্টার মশাইকে গদ্দার বলে যেমন আক্রমণ করেন । তৃণমূল কংগ্রেস সিঙ্গুর থেকে 25 হাজার 900 ভোটে জয়লাভ করেছে । রবীন্দ্রনাথকে এক হাত নিয়ে বেচারাম বলেন, "রবীন্দ্রনাথবাবু মমতা, দল ও সিঙ্গুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছেন । সিঙ্গুরের মানুষ তাঁকে সম্মান দিয়েছিলেন । সেখান থেকে সিঙ্গুরের মানুষকে তিনি কবর দিয়েছেন । রবীন্দ্রনাথবাবু নিজেই দুর্নীতিগ্রস্ত । ওঁর ছোট ছেলে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলেন । মাটি মাফিয়া, বারের মালিক ও চরিত্রহীন লোকজন নিয়ে ঘোরেন । যাঁরা এঁদের সঙ্গে ঘোরেন তাঁরা যে সৎ লোক নন, তা সিঙ্গুরের মানুষ প্রমাণ করে দিয়েছেন ।"

যদিও বেচারাম অপর প্রতিদ্বন্দ্বী সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেছেন । পাল্টা তৃণমূল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সৃজনও । সৃজনের দাবি, নতুন প্রজন্ম তাঁকে ভোট দিয়েছে ৷

আরও পড়ুন: পুলিশকে আঙুল তুলে হুমকি তৃণমূলের সমর্থকদের, গণনা কেন্দ্রে ধাক্কাধাক্কি

Last Updated : May 2, 2021, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details