পুরশুড়া, 3 এপ্রিল : প্রথম দুই দফায় 25 এবং 26 সিটে জিতছে তৃণমূল ৷ পুরশুড়ায় রোড শো তে এসে দাবি করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷
শুক্রবার হুগলির পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো করেন অনুব্রত মণ্ডল ৷ দুপুর তিনটে নাগাদ রোড শো শুরু হয় ৷ পুরশুড়া বিধানসভা ছাড়াও বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করেন । যুব তৃণমূলের একটা বড় অংশ খেলা হবে স্লোগান দিয়ে রোড শোকে এগিয়ে নিয়ে যায় ৷ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের রোড শো ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ পুরশুড়া বিধানসভায় কমপক্ষে 20 হাজার ভোটে জেতার বিষয়ে আশাবাদী অনুব্রত ৷ শুধু তাই নয় আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া এই চারটি সিটই তৃণমূল জিতছে বলে দাবি করেন তিনি ।