পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly Gang Rape : রিল বানিয়ে বন্ধুত্ব, সেই সুযোগে বন্ধুর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2 - হুগলিতে গণধর্ষণ

বন্ধুর অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ(Hooghly Gang Rape)৷ শ্রীরামপুর পুলিশের জালে 2 ৷

Hooghly Gang Rape
হুগলিতে গণধর্ষণ

By

Published : May 22, 2022, 10:41 PM IST

শ্রীরামপুর, 22 মে : স্বামীর নামে কিছু কথা বলার নাম করে বন্ধুর স্ত্রীকে নিজেদের ফ্ল্যাটে ডেকে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে (Allegation of gang rape of friends wife arrest two) ৷ ঘটনাটি কলকাতার গড়ফা থানা এলাকার ৷ অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

শনিবারের ওই ঘটনার পর বাড়ি ফিরে নির্যাতিতা স্বামীকে সব জানায় ৷ এরপর তাঁরা শ্রীরামপুর থানায় অভিযোগ জানান ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ দাস ও দীপক ঘোষকে গ্রেফতার করে । বিশ্বজিৎ বৈদ্যবাটি চক ও দীপক চাঁপদানীর বাসিন্দা ।

ধৃতরা দুজনেই রিল ভিডিয়ো বানিয়ে জনপ্রিয়তা পেয়েছে আগেই । সেই সূত্রেই এদের সঙ্গে বন্ধুত্ব হয় নির্যাতিতার স্বামীর । তাঁর কথায়, "আমি বাড়িতে না থাকার সুযোগে ওরা আমার স্ত্রীকে ফোন করে ৷ আমার সম্বন্ধে কিছু কথা বলবে বলে ওকে গড়ফার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় ৷ সেখানে পরশু থেকে আটকে রেখে দু'জন মিলে বেশ কয়েকবার ধর্ষণ করে । আমার স্ত্রী আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি ৷ এরপর শনিবার সকাল দশটা বাড়ি ফিরে আমাকে সবটা জানালে আমি ওকে নিয়ে থানায় আসি ৷ আমি আগে ওদের সঙ্গে ছিলাম । কিন্তু ওরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে বলে আমি ওদের সঙ্গ ত্যাগ করি । আমি চাই ওদের কঠোর শাস্তি হোক ।"

পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুই অভিযুক্ত যে ফ্ল্যাটে ধর্ষণ করে সেটি ধৃত দীপকের পরিচিতের ৷ রবিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ । অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশের এসিপি শুভতোষ সরকার ।

আরও পড়ুন :Noida Digital Rape: নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ'! নয়ডায় গ্রেফতার অশীতিপর বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details