আরামবাগ, 2 অক্টোবর : ডিভিসি এখনও ২ লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারে যদি গভীরতা বাড়ায়। আমাদের বন্ধু রাজ্য ঝাড়খণ্ডকেও অনুরোধ করব তারা বাঁধগুলো যেন সংস্কার করে ৷ না-হলে এমন দিন আসবে যখন ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইতে হবে ৷ বছরে চারবার করে জল এলে কী করা যাবে । সব টাকা জলেই চলে যাচ্ছে ৷ মানুষ কী করবে, ঘর সারাচ্ছে আবার ভাঙছে ৷ চাষের জমিতে চাষ করছে আর জলে ডুবে যাচ্ছে ৷ শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রবিবার আকাশপথে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ৷ আরামবাগের কালীপুরের হোরপুরে জলে নেমে দূর থেকেই বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি মমতা অভিযোগ করেন, রাজ্য সরকারকে না-জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়া হয়েছে। রাজ্যকে না-জানিয়ে গত 30 সেপ্টেম্বর বেলা 12টায় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 49,000 কিউসেক জল ছাড়া হয়েছিল বলেও জানান মুখ্যমন্ত্রী।