গোঘাট (হুগলি), 28 ডিসেম্বর : চলন্ত গাড়িতে আগুন (Car Caught Fire) ৷ কোনওক্রমে রক্ষা পেলেন গাড়ির চালক-সহ বাকি আরোহীরা ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এলাকায় (A Moving Car Caught Fire in Goghat) ৷ গাড়িটি কামারপুকুর-জয়রামবাটির উদ্দেশ্যে যাচ্ছিল ৷ গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ খবর পেয়ে দমকল ও গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷
গাড়ির মালিক অলোক মণ্ডল বলেন, ‘‘সকালে বাঁকুড়া সোনামুখীর ধুলায় গ্রাম থেকে পাঁচজন সপরিবারে কামারপুকুর জয়রামবাটি দর্শনের জন্য বেরিয়েছিলাম ৷ জয়রামবাটিতে মা সারদার বাড়ি দর্শনের পর, কামারপুকুর আসার সময় অল্প অল্প আগুন লক্ষ্য করি ৷ তখনই গাড়ি থামিয়ে দিই ৷ আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই ৷ এর পর হঠাৎই পুরো গাড়িতে আগুন ধরে যায় ৷’’