পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

54 কেজি গাঁজা উদ্ধার, ধৃত 2 - durgapur express way

মঙ্গলবার ভোরে ইন্দ্রখালী এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার 54 কেজি গাঁজা । 2 পাচারকারী গ্রেপ্তার হয়েছে । আরও 2 পাচারকারী পলাতক ।

54 ganja recovered
54 কেজি প্যাকেটজাত গাঁজা উদ্ধার

By

Published : Mar 10, 2020, 9:42 PM IST

সিঙ্গুর, 10 মার্চ: 54 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2 । আজ ভোরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ইন্দ্রখালী এলাকার ঘটনা । ধৃতদের নাম আজাবুল শেখ(20) ও বিশ্বজিৎ গুনিয়া(28) । অপর দুই পাচারকারী পলাতক । ধৃতদের 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিল চুঁচুড়া জেলা আদালত ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে সিঙ্গুর থানার পুলিশ ইন্দ্রখালী এলাকায় পুলিশি অভিযান চালায় । সেখানে SUV তে তল্লাশি চালিয়ে 54 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় । প্যাকেটজাত ওই গাঁজার বাজারমূল্য প্রায় 4 লক্ষ টাকা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে একটি SUV করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িটিতে 4 পাচারকারী ছিল । তল্লাশি চালানোর সময় দুই পাচারকারী পালিয়ে যায় । গ্রেপ্তার করা হয় অপর দুই পাচারকারীকে । পুলিশ SUV-টিকে বাজেয়াপ্ত করেছে । ধৃতরা মুর্শিদাবাদের জলঙ্গী থানা এলাকার বাসিন্দা ।

এই সমস্ত গাঁজা ওড়িশার কোথা থেকে আনা হচ্ছিল ও মুর্শিদাবাদের কোথায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে । এই গাঁজা পাচারের সঙ্গে কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details