পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sexual Assault: ফাঁসিদেওয়ায় ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নির্যাতন, প্রতিবেশী যুবক গ্রেফতার - যৌন নির্যাতন

Sexual Assault in Siliguri: আদিবাসী নাবালিকাকে ফাঁকা বাড়িতে যৌন নির্যাতনের অভিযোগ ৷ অভিযুক্ত প্রতিবেশী যুবক ৷ ঘটনাস্থল শিলিগুড়ির ফাঁসিদেওয়া ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে ৷

Sexual Assault
Sexual Assault

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 3:30 PM IST

দার্জিলিং, 20 অক্টোবর: দশ বছরের আদিবাসী নাবালিকাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয়, কারও কাছে এই নিয়ে মুখ খুললে চাকু দেখিয়ে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বাঘাভিটা নিচলাইন এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত যুবক মুক্তিপ্রকাশ কাছোয়াকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ । তাঁকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই নাবালিকা বাড়িতে একাই ছিল । বাবা-মা শ্রমিকের কাজ করেন । তাঁরা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন । বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক জোরপূর্বক সেই নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ । এরপরেই ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করতে কোনোক্রমে বাড়ি থেকে বেরিয়ে কান্নাকাটি করতে থাকে সেই নাবালিকা । চিৎকার শুনে প্রতিবেশী এক মহিলা দৌড়ে এসে সেই নাবালিকাকে উদ্ধার করেন ।

অভিযোগ, বিষয়টি জানতে পেরেই সেখান থেকে পালিয়ে যান সেই যুবক । এদিকে প্রতিবেশী ওই মহিলা গ্রামবাসীদের ডেকে বিষয়টি জানান । গ্রামবাসীরা এক হয়ে ওই যুবকের শাস্তির দাবি তোলেন । অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা । খবর দেওয়া ফাঁসিদেওয়া থানার পুলিশকে । পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ।

নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলার রুজু করা হয়েছে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনয় মুর্মু বলেন, "খুবই নক্কারজনক ঘটনা । ওই নাবালিকাকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।"

আরও পড়ুন:ঘরে ডেকে 3 বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা ! ধৃত অভিযুক্ত বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details