দার্জিলিং, 25 এপ্রিল : লক্ষ্য প্রজননে গতি আনা । সেকারণে অস্ট্র্রেলিয়া থেকে রেডপান্ডা আসছে রাজ্যে । গতকাল থেকে দার্জিলিঙে শুরু হয়েছে রেডপান্ডা সংরক্ষণ ও প্রজনন নিয়ে চারদিনের আন্তর্জাতিক মানের কর্মসূচি । থাকছে কর্মশালা থেকে ফিল্ড ভিজ়িটও ।
এই কর্মসূচিতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, রাজ্যের বনকর্তারা ছিলেন । চার দিনের এই কর্মসূচির দু'দিন কর্মশালা ও দু'দিন ফিল্ড ভিজ়িট রয়েছে । একটি রিসর্টে অনুষ্ঠিত এই কর্মশালায় রেডপান্ডার সংরক্ষণ ও প্রজনন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয় । রেডপান্ডা গ্লোবাল স্পেসিজ ম্যানেজমেণ্ট প্ল্যান (GSMP) নামে এই কর্মসূচিতে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (বন) ইন্দেবের পাণ্ডে, রাজ্যের প্রধান মুখ্য বনপাল (ওয়াইল্ড লাইফ) রবিকান্ত সিনহা, ওয়েস্ট বেঙ্গল জ়ু অথরিটির সচিব বিনোদ কুমার যাদব সহ অন্যরা উপস্থিত ছিলেন ।
বিনোদ কুমার যাদব বলেন, "দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জ়ুলজিক্যাল পার্কে জার্মান থেকে কিছুদিন আগেই টাকিন আনা হয়েছে । এবার অস্ট্রেলিয়া থেকে রেডপান্ডাও আনা হবে । অন্যদিকে চিড়িয়াখানার সঙ্গে সংরক্ষিত জঙ্গলসহ বন্যভূমিতে রেড পান্ডার সংরক্ষণ ও প্রজনন বাড়াতে তৎপর তাঁরা । বিদেশের সঙ্গেও এনিয়ে আলোচনা চলছে । রেডপান্ডা সহ বন্যপ্রাণীর আদান-প্রদান বাড়াতেও 24 থেকে 27 তারিখ পর্যন্ত এই কর্মসূচিতে আলোচনা হবে । এই কর্মসূচিতে দশটি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন ।" তিনি আরও বলেন, "দার্জিলিং চিড়িয়াখানা থেকে চারটি রেডপান্ডা সেপ্টেম্বর -অক্টোবর নাগাদ সিঙ্গালীলা জাতীয় পার্কে ছাড়া হবে ।"
উল্লেখ্য, 2002 থেকে 2004 সালে দার্জিলিং চিড়িয়াখানা থেকে সুইটি, মিলি, ডোলমা ও নীলম নামের 4 টি রেডপান্ডা ছাড়া হয়েছিল । এদের মধ্যে চিতাবাঘের হামলায় মিলির মৃত্যু হলেও বাকিরা প্রজননের কাজ সফলভাবেই করে চলেছে । দার্জিলিং চিড়িয়াখানায় এই মুহূর্তে মোট 21টি রেডপান্ডা রয়েছে ।