পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ির দরজার বনেটে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা , শিলিগুড়িতে ধৃত 2 - Two arrested for gold smuggling in Siliguri

মোট চার কেজি 980 গ্রাম সোনা উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি 60 লাখ 10 হাজার 400 টাকা ।

Siliguri
শিলিগুড়িতে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা

By

Published : Oct 31, 2020, 2:31 PM IST

শিলিগুড়ি , 31 অক্টোবর : প্রায় পাঁচ কিলো সোনাসহ ভিন রাজ্যের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা (DRI)। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মণিপুরের ওই দুই অভিযুক্তকে সোনা-সহ গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল বুয়ামায়ুম জাহাঙ্গির এবং সহিদুর রহমান । দু'জনেই মণিপুরের থৌবাল জেলার বাসিন্দা । মোট চার কেজি 980 গ্রাম সোনা উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি 60 লাখ 10 হাজার 400 টাকা।

DRI সূত্রে জানা গেছে , ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার করে ওই সোনা মণিপুরে ঢোকে । সেখান থেকে সড়কপথে ওই সোনা শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের । তাছাড়া ,ঘটনায় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছেন DRI আধিকারিকরা । গাড়ির সামনের দু'টি দরজার মধ্যে আলাদা চেম্বার করে ওই সোনা লুকিয়ে রাখা হয়েছিল ।

ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details