পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা - Darjeeling

দীর্ঘ প্রতীক্ষার অবসান । প্রায় দেড় বছর পর ফের চালু হল শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা । এদিন পরিষেবার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার চৌধুরী ।

toy-train-service-from-siliguri-to-darjeeling-after-one-and-half-year
Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

By

Published : Aug 25, 2021, 2:44 PM IST

Updated : Aug 25, 2021, 6:24 PM IST

শিলিগুড়ি, 25 অগস্ট : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান । প্রায় দেড় বছর পর ফের চালু হল শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling) টয় ট্রেন (Toy Train) পরিষেবা । বুধবার ফের ওই পরিষেবার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (North East Frontier Rail) কাটিহার ডিভিশনের (Katihar Division) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Divisional Railway Maneger) সুরেন্দ্র কুমার চৌধুরী ।

করোনার প্রথম ঢেউ রাজ্যে আছে পড়তেই সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য 2020 সালের এপ্রিল মাস থেকে বন্ধ করে দেওয়া হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) বা ডিএইচআর-এর (DHR) সমস্ত রেল পরিষেবা । করোনার প্রকোপ রাজ্যে এমন ভাবে বৃদ্ধি পেতে থাকে যে প্রায় দেড় বছর পর্যন্ত তার প্রভাবে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন :Darjeeling Toy Train : অপেক্ষা শেষ, 3 দিন পরই শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠবে টয়ট্রেন

মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় । 2021 সালের ফেব্রুয়ারি মাসে করোনার গ্রাফ কিছুটা নিচের দিকে নামলে টয় ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিল রেল কর্তৃপক্ষ । কিন্তু ফের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আবার ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় ডিএইচআর ।

চলতি মাসে করোনার পরিস্থিতির কিছুটা উন্নতি হলে পুজোর আগে পর্যটকদের কথা মাথায় রেখে ফের একবার টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ । চলতি মাসেই জয় রাইড (Joy Ride) পরিষেবা চালু করেছে ডিএইচআর । এবার দেশ-বিদেশের পর্যটকদের টানতে বহুপ্রতীক্ষিত শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা এদিন থেকে চালু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

আরও পড়ুন :Darjeeling Toy Train: ভিস্তা ডোম কোচ থেকে পাহাড় দর্শন, দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন

এদিন সকালে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) রেল স্টেশনে সুসজ্জিত টয় ট্রেনের সূচনা করেন ডিআরএম (DRM) সুরেন্দ্র কুমার চৌধুরী । প্রথম দিন সেভাবে যাত্রী বা পর্যটক না থাকলেও বেশকিছু পর্যটন ব্যবসায়ী এবং পর্যটন সংস্থার সদস্যরা টয়ট্রেনে সওয়ার হন । শুধু তাই নয় এখন থেকে টয় ট্রেনের যাত্রীর পাশাপাশি প্রয়োজনে পার্সেল পরিষেবা চালু করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে । জানা গিয়েছে, টয় ট্রেনে প্রয়োজনে পাঁচ টন পর্যন্ত সামগ্রী সমতল থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে । যার ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে ।

ডিআরএম সুরেন্দ্র কুমার চৌধুরী বলেন, "পর্যটকদের স্বার্থে ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । আপাতত পর্যটকের সংখ্যা কম থাকলেও পুজোর আগে দিয়ে পর্যটকের ঢল নামবে বলে আমি আশাবাদী । আগামীতে টয়ট্রেন পরিষেবা আরও উন্নত করতে অত্যাধুনিক কামরা, ভিস্তাডোম কোচ এবং আধুনিক রেল ইঞ্জিন নামানো হবে ।"

প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

আরও পড়ুন :দার্জিলিংয়ে চালু টয়ট্রেনের জয় রাইড, খুশির হাওয়া পর্যটন শিল্পে

উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে আগত এক পর্যটক সত্যপ্রকাশ দীক্ষিত বলেন, "আমি আচমকা নিজের সফর পরিবর্তন করে শুধুমাত্র টয় ট্রেন চড়তে ছুটে এসেছি । আমার বহু দিনের ইচ্ছে ছিল টয় ট্রেনে চড়ব । এই সুযোগ আমি কোনও ভাবেই হাতছাড়া করতে চাইনি ।"

হিমালায়ান হসপিটালিটি ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমরা খুব খুশি ফের একবার টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় । পর্যটকদের ঢল নামে এবং টয় ট্রেন পরিষেবা যাতে আগামীতেও ভালোমতো চলতে পারে সেজন্য আমরা পর্যটনসংস্থার সদস্য হিসেবে দৃঢ়প্রতিজ্ঞ ।"

আরও পড়ুন :Netaji Subhas Chandra Bose : নজরবন্দি হয়েও অপ্রতিরোধ্য নেতাজি, গোপন চিঠি পাঠাতেন পাউরুটির স্লাইসে

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং দুটো কামরা দিয়ে পরিষেবা চালু করছে রেল কর্তৃপক্ষ । যার মধ্যে একটি ভিস্তাডোম এবং অন্যটি সাধারণ কামরা থাকবে । ভিস্তাডোম কোচে 17 জন যাত্রী এবং সাধারণ কামরায় আপাতত স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে 29 জন যাত্রীকে বসানো হবে ।

Last Updated : Aug 25, 2021, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details