পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SMC Election 2022 : শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভ - Peoples of Siliguri are agitating against TMC candidate Selection

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করতে না করতেই ক্ষোভে ফেটে পড়লেন ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ৷ প্রতুল চক্রবর্তীর বদলে বিকাশ সরকারকে প্রার্থী করার দাবিতে রাস্তাও অবরোধ করেছিলেন তাঁরা (Peoples of Siliguri are agitating against TMC candidate Selection) ৷

agitation
শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভে ফেটে পরল ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

By

Published : Dec 31, 2021, 12:28 PM IST

Updated : Dec 31, 2021, 4:31 PM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর :শিলিগুড়িতেতৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা (Peoples of Siliguri are agitating against TMC candidate Selection) ৷ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে মিছিল করার পাশাপাশি পথ অবরোধও করেন ওয়ার্ডের তাঁরা । প্রসঙ্গত, এবারও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে 24 নম্বর ওয়ার্ড থেকে রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । এই প্রার্থী নির্বাচন নিয়ে খুশি হতে পারেননি অনেকেই ৷ আর তাঁদেরই আজ দেখা গেল রাস্তায় ৷

গতবার এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাক্তন বাম মেয়র পারিষদ তথা বর্তমান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কাছে 26 ভোটে পরাজিত হয়েছিলেন প্রতুল চক্রবর্তী । এবারও বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষকে । কিন্তু শঙ্কর ঘোষের বিরুদ্ধে বর্ষীয়ান এই তৃণমূল নেতা কোনওভাবেই জয়লাভ করতে পারবেন না বলেই দাবি ওয়ার্ডের একাংশের । তাঁদের মতে, প্রার্থী করা উচিত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিকাশ সরকারকে । এই দাবি তুলেই এদিন বিক্ষোভ দেখান 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির বাসিন্দারা । এমনকি নিউ জলপাইগুড়িগামী মূল সড়ক অবরোধও করেন তাঁরা । ঘণ্টাখানেক পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয় ।

আরও পড়ুন:শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির

শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা

এলাকাবাসী শুক্লা সরকার বলেন, "প্রতুল চক্রবর্তীকে একবার প্রার্থী করা হয়েছিল । কিন্তু তিনি হেরে গিয়েছেন । তাঁর 82 বছর বয়স । এর আগে করোনার সময় তাঁকে দেখা যায়নি ৷ অথচ বিকাশ সরকার ওয়ার্ডের জন্য খেটে গিয়েছেন । যদি বিকাশ সরকারকে টিকিট না দেওয়া হয়, তবে আমরা ভোট বয়কট করব ।" আরেক এলাকাবাসী শ্যামলী দাস বলেন, "প্রতুল চক্রবর্তীর বয়স হয়েছে। তিনি আর আগের মতো ছুটোছুটি কর‍তে পারবেন না । অথচ তাঁর জায়গায় যোগ্য এবং ওয়ার্ডের মানুষের সেবা করে আসা বিকাশ সরকারকে টিকিট দেওয়া হল না । আমরা চাই প্রার্থী পরিবর্তন করুন মমতা বন্দ্যোপাধ্যায় । না হলে বিকাশ সরকারকে আমরা আবেদন করব নির্দল হিসেবে দাঁড়াতে ।" যদিও বিকাশ সরকার বলেন, "এটা মানুষের চাহিদা । তাঁদের আবেগ । আমার কিছু করার নেই । তাঁরা চাইছেন আমাকে প্রার্থী করতে । দল যা সিদ্ধান্ত নিয়েছে আর যেভাবে চলতে বলবে, সেভাবেই চলব ।" অন্যদিকে এবিষয়ে প্রতুলবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Dec 31, 2021, 4:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details