শিলিগুড়ি, 31 ডিসেম্বর :শিলিগুড়িতেতৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা (Peoples of Siliguri are agitating against TMC candidate Selection) ৷ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে মিছিল করার পাশাপাশি পথ অবরোধও করেন ওয়ার্ডের তাঁরা । প্রসঙ্গত, এবারও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে 24 নম্বর ওয়ার্ড থেকে রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । এই প্রার্থী নির্বাচন নিয়ে খুশি হতে পারেননি অনেকেই ৷ আর তাঁদেরই আজ দেখা গেল রাস্তায় ৷
গতবার এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাক্তন বাম মেয়র পারিষদ তথা বর্তমান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কাছে 26 ভোটে পরাজিত হয়েছিলেন প্রতুল চক্রবর্তী । এবারও বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষকে । কিন্তু শঙ্কর ঘোষের বিরুদ্ধে বর্ষীয়ান এই তৃণমূল নেতা কোনওভাবেই জয়লাভ করতে পারবেন না বলেই দাবি ওয়ার্ডের একাংশের । তাঁদের মতে, প্রার্থী করা উচিত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিকাশ সরকারকে । এই দাবি তুলেই এদিন বিক্ষোভ দেখান 24 নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির বাসিন্দারা । এমনকি নিউ জলপাইগুড়িগামী মূল সড়ক অবরোধও করেন তাঁরা । ঘণ্টাখানেক পর অবশ্য অবরোধ তুলে নেওয়া হয় ।