শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুর্গা সিংকে মারধর করে এলাকার কিছু বাসিন্দা । মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন দুর্গার বাবা অমরনাথ সিং । এই ঘটনার পিছনে BJP-র ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন দুর্গা । এদিকে BJP-র অভিযোগ, জমি দখল করতে গিয়ে জনরোষে পড়েন কাউন্সিলর ।
ফের FIR প্রহৃত তৃণমূল কাউন্সিলরের - BJP
মারধরের ঘটনার জেরে ফের FIR করলেন শিলিগুড়ির প্রহৃত তৃণমূল কাউন্সিলর দুর্গা সিং । তার দাবি আরও কিছু BJP নেতা কর্মী মারধরের ঘটনায় যুক্ত ছিলেন । তাই তাদের নাম যুক্ত করে ফের FIR করেছেন ।
আজ এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর । দুর্গা সিং বলেন, "জমি দখল করতে নয়, জমি রক্ষা করতে গেছিলাম । মৌনী বাবার মন্দিরের 17 কাঠা জমি রয়েছে ৷ মন্দিরের পাশে একটি হিন্দিভাষী স্কুল করার ইচ্ছে ছিল মৌনী বাবার ৷ তাই মন্দিরের পাশে 21 কাঠা জমির ব্যবস্থা করেছিলেন তিনি ৷ সেই সময় আমাকে ওই জমির কেয়ারটেকার করে দিয়েছিলেন ৷ এখন ওই মন্দিরের 17 কাঠা জমি ও পাশের 21 কাঠা সহ 38 কাঠা জমি পুরোটাই অরক্ষিত । সেখানেই মদ গাঁজার আসর বসান কিছু BJP নেতা ৷ জমি দেখতে যেতেই আমার উপর আক্রমণ করে BJP আশ্রিত দুষ্কৃতিরা । প্রথমে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, পরে আরও কয়েকজন BJP নেতার নাম যোগ করেছি ।"
এদিকে দুর্গা সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতারা ৷ তাঁদের অভিযোগ, মৌনী বাবা মারা যাওয়ার পর মন্দিরে 17 কাঠা জমি দখলের চেষ্টা করেছিলেন কাউন্সিলর । বাকি যে 21 কাঠা জমি স্কুলের জন্য কাউন্সিলরের নামে রয়েছে বলে দুর্গা দাবি করছেন তাও খতিয়ে দেখার দাবি তুলেছে BJP ৷