দার্জিলিং, 25 মে: ভুটান থেকে অস্ট্রেলিয়ার সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার ভিন রাজ্যের দুই-সহ তিনজন। গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। বুধবার পাচারকারীদের শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'কেজি ওজনের সোনার বাঁট। তার বাজারদর আনুমানিক 1 কোটি 20 লাখ টাকা।
সূত্রের খবর, সোনা পাচারের উদ্দেশ্যে নিত্যনতুন ছক এঁটে চলে পাচারকারীরা। গোয়েন্দাদের চোখে ধুলো দিতে জুতোর সোলে সোনার বাঁট লুকিয়ে পাচারের ছক কষেছিল তারা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় তিন পাচারকারীকে।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার ওই সোনা শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশের গোরখপুরে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। ধৃতদের নাম সারওয়ান কাসৌধন, অজয় গুপ্তা এবং অলোক কুমার। সারওয়ান ও অলোক উত্তরপ্রদেশ এবং অজয় কলকাতার বাসিন্দা। ধৃতদের মধ্যে সারওয়ান মূল পাণ্ডা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ডিআরআই গোপন সূত্রে খবর পায় যে ভুটান থেকে শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে সোনা পাচার হবে। সেই খবর পেয়েই ডিআরআইয়ের বিশেষ দল শিলিগুড়ি সংলগ্ন ফাটাপুকুরের পানিকৌড়ি টোল প্লাজার কাছে ফাঁদ পাতে।