শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে পৌরভোটের (Siliguri Municipal Election 2022) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন "সনাতন ধর্ম বিরোধী" বলেও আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷
মমতার লখনউ সফর প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "আপনারা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হাল দেখেছেন । এরপর গোয়াতেও ওই দলটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে । তৃণমূল কংগ্রেস কোনওদিনই আঞ্চলিক দলের পরিচিতির বাইরে বেরতে পারবে না ৷ সর্বভারতীয় দল হতে পারবে না । মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যাওয়াতে আমি মনেকরি যোগীজির লাভ হবে । কারণ মুখ্যমন্ত্রী সনাতনী বিরোধী । তাই উনি যতই এসব বলুন, যোগীজি এবার তিনশো পার ।"
রাজ্যের উন্নয়ন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা, শিল্প থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সফর, সব ইস্যুতেই এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু অধিকারী । এদিন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক শাখার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক আনন্দময় বর্মন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ ৷