শিলিগুড়ি, 28 অগস্ট:দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন,"মুখ্যমন্ত্রীকে টাকা দিন আর রাজ্যে পারমাণবিক চুল্লি বানান , তাতেও কোন অসুবিধা নেই ।" সোমবার কলকাতা থেকে ট্রেনে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি । মাঝে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে তাঁকে স্বাগত জানায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বরা । মূলত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে যোগ দিতে এসেছেন তিনি । সেখানে সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর । মঙ্গলবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বালুরঘাটের এই বিজেপি সাংসদ ।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, "এর আগে পদক্ষেপ করা হবে বলেছিল । তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে তোলা যায়, মাসোহারা যায় দেখে কোন পদক্ষেপ হয়নি । যার জন্য এতোগুলো মানুষের প্রাণ গেল । সারা রাজ্যে এ ধরণের হাজার হাজার কারখানা আছে । আর ওইসব কারখানায় যে হাতবোমা তৈরি হচ্ছে তা নয়, দেশ বিরোধী নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে কি না তার কোন নিশ্চয়তা নেই । আমি ইতিমধ্যে এনআইএ তদন্তের জন্য চিঠি দিয়েছি ।"