পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Death: শিলিগুড়িতে শাড়ি পরে সেজেগুজে আত্মহত্যা ছাত্রের - শিলিগুড়ি পৌরনিগম

পরনে শাড়ি, সায়া ও ব্লাউজ ৷ মুখে মেকআপ ৷ শিলিগুড়িতে এভাবেই আত্মহত্যা করল এক ছাত্র (Student Death) । মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য ৷

Student Death
Student Death

By

Published : Dec 12, 2022, 9:56 PM IST

শিলিগুড়িতে শাড়ি পরে সেজেগুজে আত্মহত্যা ছাত্রের

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: দিদির শাড়ি, সায়া ও ব্লাউজ পরে মেয়েদের মতো মেকআপ করে আত্মহত্যা এক কিশোরের । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকার দক্ষিণ শান্তিনগর এলাকায় ।

জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম দীপেশ মণ্ডল (16)। সে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া। এবার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে । সূত্রের খবর, পড়াশুনা সংক্রান্ত কোনও সমস্যা ছিল না। পড়াশুনায় যথেষ্ট মেধাবী ছিল ওই কিশোর । তবে কী অন্য কোনও সমস্যা ছিল? পরিবারের সদস্য-সহ স্থানীয়রাও স্পষ্ট জানিয়েছেন কোনও সমস্যা ছিল না । স্বভাবেও ছিল খুবই ভালো । তবে কেন এমন ঘটনা? ভাবাচ্ছে পরিবার, পুলিশ-সহ স্থানীয়দের ।

এদিন দুপুরে বাড়ি ফাঁকা ছিল । পরিবারের সদস্য মা ও বাবা কাজের জন্য ছিলেন বাড়ির বাইরে । সেসময় বাড়িতে একাই ছিল দীপেশ । বাড়ি ফিরতেই দীপেশের ঝুলন্ত দেহ উদ্ধার দেখতে পান মা-বাবা । জানা গিয়েছে, ঘরের ভেতরে চলছিল টিভি । বছর দশেক আগে ওই কিশোরের দাদারও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল (Student died by suicide wearing saree and makeup) ।

আরও পড়ুন:আবাস যোজনায় অনিয়ম করতে চাপ দেওয়ায় আত্মঘাতী আইসিডিএস কর্মী ? তপ্ত স্বরূপনগর

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস বলেন, "ছেলেটি খুব ভালো । একদম মেয়েদের মতো সব পড়ে আত্মহত্যা করেছে । কেন এরকম করলো জানি না ।" আরেক বাসিন্দা বাবুল দাস বলেন, "খুব ভালো ছিল পড়াশুনোয় । কোনদিন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি । কিন্তু এইভাবে মেয়েদের মতো সব পরে আত্মহত্যা করেছে কেন বুঝতে পারছি না ।"

ABOUT THE AUTHOR

...view details