দার্জিলিং, 9 এপ্রিল : দিন দিন কোরোনায় সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে । এর মাঝে কোথাও যেন ভরসা জোগাচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। বিশেষজ্ঞরা বলছেন, খানিকটা হলেও শরীরে কোরোনার প্রভাব কমায় এই ওষুধ । আর এর জেরেই মংপুতে ফের কুইনাইন কারখানা চালুর সিদ্ধান্ত নিল রাজ্য ।
এই কারখানার ইতিহাসটা বেশ পুরোনো । রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য মংপুতে সিঙ্কোনার চাষ শুরু হয় 1858 সালে । ব্রিটিশদের উদ্যোগে সিঙ্কোনার চাষ শুরু হওয়ার মূল লক্ষ্য ছিল, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি । এরপরই 1875 সালে সেখানে কারখানা গড়ে তোলা হয় । মংপু, রংগু, মনসং ও লাটপঞ্চারে প্রায় 700 একর জুড়ে থাকা সিঙ্কোনা গাছের ছাল থেকেই তৈরি হয় হাইড্রক্সিক্লোরোকুইন নামক এই ওষুধ । এর সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা 5 হাজার 350 জন । কিন্তু ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আসতেই সিঙ্কোনার কদর আগের তুলনায় কমতে থাকে । 2000 সালে কারখানা বন্ধ হয়ে যায় । ফলে ধুঁকতে শুরু করে এই শিল্প ।