পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে এসটিএফের অভিযানে উদ্ধার 175 কেজি গাঁজা, গ্রেফতার এক - গাঁজা উদ্ধার করল এসটিএফ

Ganja recovered: কয়েকশো কেজি গাঁজা উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে ৷

ETV Bharat
গাঁজা উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 2:11 PM IST

শিলিগুড়ি, 16 ডিসেম্বর: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৷ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ ৷ বিহারে পাচারের আগে 1 কুইন্টাল 75 কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ ৷ উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য 15 থেকে 20 লক্ষ টাকা ৷ ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে এসটিএফ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজিজুল হক ৷ সে কোচবিহারের কোতয়ালির বাসিন্দা ৷

শনিবার গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফের শিলিগুড়ি ইউনিট ৷ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে এসটিএফ ৷ প্রথমে গাড়িটি খালি পেলেও পরে চালকের বসার জায়গা দেখে সন্দেহ হয় পুলিশের ৷ এরপর সেখানে তল্লাশি চালাতেই একটি গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে একে একে 17 প্যাকেট বন্দি গাঁজা ৷ 17 টি প্যাকেটে মিলিয়ে উদ্ধার হয় মোট 175 কেজি গাঁজা ৷ এরপর ধৃতকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ ৷

এই ঘটনা প্রসঙ্গে এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "ওই গাঁজা বিহারে পাচারের ছক কষা হয়েছিল ৷ কোচবিহারের নিশিগঞ্জ থেকে ওই গাঁজা নিয়ে আসা হয়েছিল ৷ বিহার ও উত্তরপ্রদেশে ওই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল ৷ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

চলতি বছরের অক্টোবর মাসেই দেড় কুইন্টাল গাঁজা, 20 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল এসটিএফ ৷ এরপর সেপ্টেম্বর মাসে 11 কোটির বার্মাটিক কাঠ পাচারের আগে উদ্ধার করেছিল ৷ এই মাসেই 42 কোটি টাকার মাদক উদ্ধার হয় ৷ এছাড়াও অগস্ট মাসে দু'টি পৃথক অভিযানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট ও ব্রাউন সুগার উদ্ধার করে এসটিএফ ৷

আরও পড়ুন:

  1. সিআইএসএফের স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার 234 কেজি গাঁজা ! আটক চালক
  2. বড়সড় সাফল্য শিলিগুড়ি কমিশনারেটের, উদ্ধার 42 কোটির মাদক!
  3. হাওড়া স্টেশন থেকে উদ্ধার 20 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার মহিলা পাচারকারী

ABOUT THE AUTHOR

...view details