শিলিগুড়ি, 22 জুন: শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ ৷ মুছে দেওয়া হয়ছে চলতি বছরের সমস্ত পোস্ট । কয়েক মুহূর্তের মধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে তাঁর ছবি-সহ নানা তথ্য । ঘটনায় ইতিম্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে । প্রোফাইল হ্যাকের ঘটনাটি জানতে পেরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন গৌতম ।
ফোন করে পুরো বিষয়টি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তাঁর প্রোফাইলটি থেকে যাতে কোনওরকম অপ্রীতিকর কিছু না ঘটে তার জন্য ইতিমধ্যেই ফেসবুকে রিপোর্টও করা হয়েছে ৷ এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, "পেজে কিছু সমস্যা হচ্ছিল । কেউ পরিকল্পনা করে হ্যাক করেছে । যাঁরা আমার পেজটি দেখেছে তাঁদের থেকে বিষয়টি জেনেছি। ফেসবুকে যোগাযোগ করে একটি রিপোর্ট করা হয়েছে ৷পুলিশ কমিশনারকেও জানিয়েছি ।" এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি ।"