শিলিগুড়ি, 31 মে : চিঠি পোস্টকার্ডগুলোতে এখন ধুলো পড়ে । মোবাইল-ইন্টারনেটের যুগে এখন আর কেউ চিঠি লেখেন না । তাই ব্যবহারও বহুদিন বন্ধ । এই পোস্টকার্ডগুলির ব্যবহার বাড়াতে এবার তাই অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির লেকটাউন পোস্ট অফিস । পোস্ট কার্ডগুলিকে গ্রিটিংস কার্ডের রূপ দিল পোস্ট অফিসের কর্মীরা ।
গৌরব ফেরাতে গ্রিটিংসের রূপে পোস্ট কার্ড - Siliguri
নব প্রজন্ম চেনে না পোস্ট কার্ডকে । তাদের কাছে বার্তা পাঠানোর মাধ্যম ইন্টারনেট । পোস্ট কার্ডের গুরুত্বও তাই হারানোর পথে । এই পোস্ট কার্ডকে বাঁচিয়ে রাখতেই অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির লেকটাউন পোস্ট অফিস । উপভোক্তাদের হাতে পেনশনের টাকার সঙ্গে একটি করে শুভেচ্ছাবার্তা লেখা পোস্ট কার্ডও তুলে দেওয়া হয় ।
গৌরব ফেরাতে গ্রিটিংসের রূপে পোস্ট কার্ড
লকডাউনের মধ্যে পেনশনভোগীদের হাতে পেনশনের টাকা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ হয়েছিলে ডাক বিভাগের তরফে । স্পষ্ট করা হয়েছিল লকডাউনে বয়স্কদের পেনশন পৌঁছে দেওয়া হবে বাড়িতেই । সেই মতো শিলিগুড়ির লেকটাউন পোস্ট অফিসের তরফেও বাড়ি বাড়ি গিয়ে পেনশনের টাকা পৌঁছে দেওয়ার কাজ চলছে । তবে, তার মধ্যেই অভিনবত্ব নিয়ে এসেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ ।
পেনশনভোগীদের বাড়ি পৌঁছে তাদের হাতে পেনশনের টাকা তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছাবার্তা-সহ পোস্ট কার্ড তুলে দেন পোস্ট অফিসের কর্মীরা । এ বিষয়ে পোস্ট মাস্টার নিরূপম বণিক বলেন, "পোস্ট কার্ড এখনও যে তার কৌলিন্য হারায়নি তা বোঝাতেই এই উদ্যাগ নেওয়া হয়েছে । পোস্ট কার্ডের মাধ্যমে শুভেচ্ছাবার্তা তুলে ধরছি আমরা ।" উপভোক্তা মিলনকুমার দে বলেন, "বয়স হয়েছে । পেনশনের তাগিদে যেতে পারি না । তার উপর কোরোনার ভয় । তাই বাড়ি এসে পৌঁছে দেওয়ায় খুব উপকার হল । একই সঙ্গে পোস্ট কার্ডের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পেয়ে খুবই ভালো লাগছে ।"