শিলিগুড়ি, 26 মে : শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri mahakuma parishad election) 26 জুন । বৃহস্পতিবার এই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ শুক্রবার থেকেই শুরু হবে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ।
এই ভোট নিয়ে এদিন শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিক এস পুন্নমবলম । শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে এই বৈঠক আয়োজিত হয় । জানা গিয়েছে, 657টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন 5 লক্ষ 22 হাজার 938 জন । এই নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন 6 হাজার কর্মী ৷ জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলা থেকেও আনা হবে অতিরিক্ত ভোট কর্মী । এই নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷
এদিন সাংবাদিক বৈঠকে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "আগামিকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 জুন । স্ক্রুটিনি হবে 4 জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন 7 জুন । ছুটির দিন এবং রবিবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে । গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা নেওয়া হবে । মহকুমা শাসকের দফতরে মহকুমা পরিষদ এলাকার মনোনয়নপত্র জমা নেওয়া হবে । মনোনয়নপত্র জমা নেওয়ার সময় মনোনয়ন কেন্দ্রের 100 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হবে । ভোট হবে ইভিএমে ৷ এবছর মোট ভোটার সংখ্যা 5 লক্ষ 27 হাজার 938 জন । তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2 লক্ষ 64 হাজার 467 জন । মহিলা ভোটারের সংখ্যা 2 লক্ষ 63 হাজার 468 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন । মহকুমা পরিষদে মোট 9টি আসন রয়েছে । 4টে পঞ্চায়েত সমিতির মধ্যে 66টি আসন আছে । 22টি গ্রাম পঞ্চায়েতে 462টি আসন রয়েছে । মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 657টি ।"
আরও পড়ুয়া : 26 জুনই শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, ঘোষণা কমিশনের
ডিসিআরসি ও গণনাকেন্দ্র হিসেবে মাটিগাড়া ব্লকের জন্য নরসিংহ বিদ্যাপীঠ, নকশালবাড়ির জন্য হাতিঘিসা বিদ্যালয়, খড়িবাড়ি ব্লকের জন্য খড়বাড়ি উচ্চ বিদ্যালয় ও ফাঁসিদেওয়ার জন্য ফাঁসিদেওয়া উচ্চ বিদ্যালয় বাছাই করা হয়েছে । যদিও গনণার দিন এখনও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়নি ।