দার্জিলিং, 27 অগস্ট : দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কেন্দ্রের বেসরকারিকরণ উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভে গর্জে উঠল পাহাড় । শুক্রবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনে থাকা সমস্ত রেল স্টেশনে অনিত থাপার অনুগামীরা বিক্ষোভ দেখান । অরাজনৈতিকভাবে কালো পতাকা দেখানো হয় । শুধু তাই নয় । বিক্ষোভের পাশাপাশি গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে সই সংগ্রহ করেন বিক্ষোভকারীরা । এই সংগৃহীত সই স্মারকলিপির সঙ্গে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
ডিএইচআরের অধীন মোট 11টি রেল স্টেশনে ওই কর্মসূচি এদিন পালন করা হয় । পাহাড়ের ঘুম স্টেশন থেকে সমতলের সুকনা স্টেশন । বিক্ষোভে সামিল হন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও পাহাড়বাসীরা । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীদের পক্ষে কেশবরাজ পোখরেল বলেন, "কেন্দ্র সরকার নিজের আর্থিক দুর্নীতি ঢাকতে মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নাম দিয়ে দেশের সম্পদ বিক্রি করে টাকা তোলার ষড়যন্ত্র করছে । এটা কোনওভাবেই মানা যায় না । দার্জিলিংয়ের টয়ট্রেনের সঙ্গে গোর্খাদের পরিচয় জড়িয়ে রয়েছে । সেজন্য শুক্রবার থেকে দার্জিলিং হিমালয়ান রেলের সমস্ত স্টেশনে দুই ঘণ্টার জন্য প্রতীকী বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেইমতো আজ বিক্ষোভ দেখানো হয় । এছাড়া গণস্বাক্ষর অভিযান করা হচ্ছে ।" অনিত থাপার অনুগামী তরাই-ডুয়ার্সের সভাপতি নিতিন ছেত্রী বলেন, "হেরিটেজ টয়ট্রেনের সঙ্গে পাহাড়ের অস্তিত্ব জড়িয়ে রয়েছে । কীভাবে কেন্দ্রীয় সরকার তা বিক্রির কথা চিন্তা করে । কেন্দ্রের সমস্যা হলে রাজ্য এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান বের করুক । বিক্রি করা কোনও সমাধান নয় । সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীতে আরও বড় আন্দোলন হবে ।"