দার্জিলিং, 24 মার্চ: বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়ল পুলিশ ৷ অভিযানে এক মহিলাও জখম হয়েছেন ৷ বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের পাহাড় গুমিয়া চা বাগানের পাথরহিরহিয়া গ্রামে ৷ অভিযোগ, পাথরহিরহিয়া গ্রামে চেঙা নদী থেকে বেআইনিভাবে বালি ও পাথর তুলে পাচার করা হচ্ছিল ৷ গোপন সূত্রে খূবর পেয়ে পুলিশ অভিযান চালায় (Conducting Operation Against Illegal Sand Mining) ৷ ঘটনায় 4 পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ পাশপাশি পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে ৷
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে ফাঁসিদেওয়া ব্লকের পাহাড় গুমিয়া চা বাগানের পাথরহিরহিয়া গ্রামে চেঙা নদীর চর থেকে বেআইনিভাবে বালি ও পাথর পাচার করা হচ্ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশবাহিনী ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি ট্রাক্টরকে ধাওয়া করে ৷ পুলিশকে আসতে দেখে ট্রাক্টর নিয়ে পালাতে যান চালক ৷ তখনই ট্রাক্টরটি উলটে যায় ৷ এই ঘটনায় এক মহিলা আহত হন ৷ অভিযোগ সেই সময় চালক চিৎকার করে গ্রামবাসীদের জড়ো করেন ৷