শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক দশক পর অবশেষে কাটল জট ৷ খুব দ্রুত পানীয় জলের সমস্যা থেকে রেহাই পেতে চলেছে শিলিগুড়ি শহরবাসী। বাম আমল থেকে চলে আসা টালবাহানা মিটতে চলেছে ৷ অবশেষে সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়া। দ্রুত সম্পন্ন হবে ওয়ার্ক অর্ডার প্রক্রিয়াও। এরপরই শুরু হবে দ্বিতীয় জলপ্রকল্পের কাজ । এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব।
দেশের অন্যতম বৃহৎ পানীয় জল প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম। কেন্দ্রীয় সরকারের আম্রুত প্রকল্প ও রাজ্যের আর্থিক সহযোগিতায় এই পানীয় জলপ্রকল্প পেতে চলেছে শিলিগুড়িবাসী। জানা গিয়েছে, আম্রুত প্রকল্পের অধীনে দ্বিতীয় জল প্রকল্পের জন্য মোট 513 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায়ের খরচ আনুমানিক 204কোটি টাকা। এই প্রকল্পে 62 শতাংশ রাজ্যের, 5 শতাংশ পৌরনিগমের এবং 33 শতাংশ কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে ।
পৌরনিগম সূত্রের খবর, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহযোগিতায় এই প্রথম এত বড় প্রকল্পের কাজ করতে চলেছে শিলিগুড়ি পৌরনিগম। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরে পানীয় জলের সমস্যা মেটানো সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে গাজলডোবা পর্যটন কেন্দ্র থেকে তিস্তা নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করা হবে শহরে ।