পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pakyong Airport: মার্চ থেকে পুনরায় উড়ান পরিষেবা শুরুর সম্ভাবনা পাকিয়ং বিমানবন্দরে

মার্চ মাস থেকে পুনরায় চালু হতে পারে সিকিমের পাকিয়ং বিমানবন্দরে (Pakyong Airport) উড়ান পরিষেবা ৷ 2022 সালে অক্টোবর মাসের শেষে এই বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যায় ৷

Pakyong Airport ETV Bharat
পাকিইয়ং বিমানবন্দরে উড়ান পরিষেবা

By

Published : Feb 27, 2023, 4:59 PM IST

দার্জিলিং, 27 ফেব্রুয়ারি:পর্যটকদের জন্য কিছুটা স্বস্তির খবর। দীর্ঘ পাঁচমাস পর ফের সিকিমের পাকিয়ং বিমানবন্দরে (Pakyong Airport) পরিষেবা চালু হতে চলেছে । তবে প্রাথমিকভাবে আপাতত দিল্লি-পাকিয়ং পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে । দীর্ঘ পাঁচমাস পর পুনরায় বিমান পরিষেবা চালু করার ইচ্ছেপ্রকাশ করেছে স্পাইসজেট । তবে এখনই কলকাতা - পাকিয়ং বিমান পরিষেবা চালু করা হচ্ছে না। পাকিয়ং থেকে 26 মার্চ বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার কথা রয়েছে (Flight services likely to resume from March) । গত বছর অক্টোবর মাসের শেষের দিক থেকে বিমান পরিষেবা বন্ধ করেছিল স্পাইসজেট ।

প্রসঙ্গত, বিমান বন্ধের জেরে সিকিম ভ্রমণে সমস্যায় পড়তে হয়েছিল পর্যটকদের ৷ পাশাপাশি, সমস্যায় পড়েছিলেন সিকিমবাসীরাও । সেবার সিকিম যাতায়াতের একমাত্র ভরসা হয়েছিল পার্বত্য সড়কপথ ৷ সিকিমের রাজধানী গ্যাংটকের কাছেই রয়েছে পাকিয়ং বিমানবন্দর ৷ এতদিন বিমানবন্দরে পরিষেবা দিচ্ছিল স্পাইসজেট । তবে অক্টোবর মাসে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল তারা আর এই বিমানবন্দরে বিমান পরিষেবা দিতে পারবে না ৷ 27 জুলাই ডিজিসিএ একটি নির্দেশ দেয় স্পাইসজেটকে ৷ মোট বিমানের মধ্যে মাত্র অর্ধেক চালানোর নির্দেশ দেওয়া হয় তাদের ।

সাম্প্রতিককালে স্পাইসজেটের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷ যার জেরে দুর্ঘটনাও ঘটার ঝুঁকি থেকে যাচ্ছিল ৷ তাই সংস্থার বিরুদ্ধে ওই পদক্ষেপ করা হয় ৷ কিন্তু, এর জেরে স্পাইসজেটকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল । অন্যদিকে, পাকিয়ং বিমানবন্দরে উড়ান পরিষেবা অব্যাহত রাখার জন্য তাদের যাতে কিছু সুবিধা প্রদান করা হয়, সেই দাবি তুলেছিল স্পাইসজেট কর্তৃপক্ষ ৷ কিন্তু, সেই দাবিদাওয়া পূরণ হয়নি বলেই খবর । আর তার ফলেই বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্পাইসজেট ৷

পাকিয়ং বিমানবন্দরের ডিরেক্টর রাজেন্দ্র গ্রোভার জানান, আলোচনার পর স্পাইসজেট ফের বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে । ইতিবাচক উত্তর মিলেছে স্পাইসজেটের তরফে । তিনি বলেন, "আমরা তাদের জানিয়েছি, বিমানবন্দর পরিষেবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে । তাতে স্পাইসজেট কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে, 26 মার্চ থেকে পরিষেবা চালু হতে পারে । প্রথমে দিল্লি থেকে বিমান পরিষেবা চালু হবে । চাহিদা ও পরিস্থিতি পর্যালোচনা করে তারপর কলকাতা-পাকিয়ং বিমান পরিষেবা চালু করা হবে । সেই বিষয়ে অবশ্য স্পাইসজেট কর্তৃপক্ষ কিছু জানায়নি ।"

গত চারমাসে স্পাইসজেট বহু চার্টাড, সার্ভে ও সেনার বিমান বাতিল করেছে । ডিরেক্টর জানান, স্পাইসজেট তাদের পরিষেবা বন্ধের নির্দিষ্ট কারণ জানায়নি । যে কারণটা জানিয়েছিল, সেটা নিয়ে ধোঁয়াশা ছিল । তিনি বলেন, "তাহলে আমরা কী ভাববো যে তাদের কাছে পর্যাপ্ত বিমান নেই পরিষেবা দেওয়ার।" তবে স্পাইসজেটের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গেও কথা চলছে ৷ যারা পাকিয়ং বিমানবন্দরে পরিষেবা চালু করতে ইচ্ছুক বলে ডিরেক্টর জানান । তার মধ্যে রয়েছে ফ্লাইবিগ এয়ারলাইন । তারা আলোচনা করে বিমানবন্দরে পরিষেবা চালুর ব্যাপারে জানাবে বলে সূত্রের খবর ।

উল্লেখ্য, সিকিমের পর্যটন শিল্পের গতি তরান্বিত করতে 'গ্রিন ফিল্ড' বিমানবন্দর প্রকল্পের অধীনে পাকিয়ং বিমানবন্দর তৈরি করা হয়েছিল। প্রায় দু'শো একর জমিতে 600 কোটি টাকা খরচ করে ওই বিমানবন্দর তৈরি করা হয় ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচুতে পাকিয়ং বিমানবন্দরটি 2018 সালের সেপ্টেম্বর মাসে তৈরি করা হয়েছিল । যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত-চিন সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র 60 কিলোমিটার ৷ তবে, উদ্বোধনের পর প্রায় সাতমাস পর্যন্ত বিমানবন্দরে কোনও বিমান নামা-ওঠা করেনি ৷ তার একমাত্র কারণ প্রতিকূল আবহাওয়া ।

আরও পড়ুন:সিকিমের পাকইয়ং বিমানবন্দরে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত স্পাইসজেটের

ABOUT THE AUTHOR

...view details