পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিঙে পাইপগান ও গুলি সহ গ্রেপ্তার - jorbanglo ps

একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)।

pipe gun

By

Published : Mar 17, 2019, 11:33 PM IST

দার্জিলিং, ১৭ মার্চ : একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)। দার্জিলিঙে জোরবাংলো থানার বাতাসিয়া এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগান ও একটি গুলি সহ বিকাশকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে দার্জিলিঙের CJM আদালতে তাকে তোলা হয়। তাকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জোরবাংলো থানার OC মিগমা লেপচা বলেন, " কোথা থেকে ওই পাইপগান ও গুলি এল, কী উদ্দেশ্য ছিল তা জানতে ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।" পুলিশের অনুমান, ধৃতের হেপাজতে আরও অস্ত্র ও গুলি রয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে।

ABOUT THE AUTHOR

...view details