দার্জিলিং, ১৭ মার্চ : একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)। দার্জিলিঙে জোরবাংলো থানার বাতাসিয়া এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
দার্জিলিঙে পাইপগান ও গুলি সহ গ্রেপ্তার - jorbanglo ps
একটি পাইপগান ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরবাংলো থানার পুলিশ। ধৃতের নাম চন্দন তামাঙ (৩৮)।
pipe gun
শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগান ও একটি গুলি সহ বিকাশকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে দার্জিলিঙের CJM আদালতে তাকে তোলা হয়। তাকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
জোরবাংলো থানার OC মিগমা লেপচা বলেন, " কোথা থেকে ওই পাইপগান ও গুলি এল, কী উদ্দেশ্য ছিল তা জানতে ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।" পুলিশের অনুমান, ধৃতের হেপাজতে আরও অস্ত্র ও গুলি রয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে।