শিলিগুড়ি, 13 এপ্রিল : "অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু নির্বাচন কমিশনের সমস্ত খবর তৃণমূলকে দিয়ে দিচ্ছেন। উনি তৃণমূলের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের ধারণা ইচ্ছাকৃত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। বারবার বলছেন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। এই কথা বলার অর্থ হল সর্বসমক্ষে নির্বাচন কমিশনের মানহানি করা। তিনি তৃণমূলের নির্দেশে করে এই কাজ করছেন।" আজ শিলিগুড়িতে ETV ভারতকে একথা বলেন BJP নেতা মুকুল রায়।
কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রায় তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে BJP। এই প্রসঙ্গে মুকুল বলেন, "আমাদের দাবি অনুযায়ী কোনও সিদ্ধান্ত হয়নি। ওয়েবকাস্ট দেখতে বলেছি। এক্ষেত্রে কমিশনের উচিত রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের রিপোর্টের পাশাপাশি ওয়েবকাস্টিংয়ের ভিডিয়ো দেখে সিদ্ধান্ত নেওয়া।"