শিলিগুড়ি, 9 ডিসেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রতিবেশীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের দুর্গানগর কুমারটুলি এলাকায়। মৃত ওই ব্যক্তি পেশায় হকার ছিলেন। খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী রামচন্দ্র বর্মণের বিরুদ্ধে। ঘটনার পরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির পুলিশ রামচন্দ্রকে গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের স্ত্রী‘র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্ত রামচন্দ্রের । শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ওই ব্যক্তি ৷ তখনই রামচন্দ্রের সঙ্গে স্ত্রীকে মদ্যপান করতে দেখে ফেলেন তিনি ৷ ঘটনার প্রতিবাদ করলে রামচন্দ্র সঙ্গে বচসা শুরু হয় ৷ কথা কাটাকাটির মধ্যেই রামচন্দ্র শৌচাগারে নিয়ে গিয়ে প্রথমে মাথায় আঘাত করে প্রেমিকার স্বামীকে ৷ তারপর কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করছেন নিহতের স্ত্রী ৷ তিনি জানান, ঘটনার সময় বাড়িতে ছিলেন না ৷ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ বাড়িতে ফিরে স্বামীকে না-দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খুঁজতে খুঁজতে শৌচাগারের কাছাকাছি গেলে রামচন্দ্রকে রক্তমাখা অবস্থায় দেখতে পান তিনি ও তাঁর ছেলে । পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়েছিলেন স্বামী । তারপর রামচন্দ্র দু‘জনকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । নিহতের স্ত্রী’র চিৎকার ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা । স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, "ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।" মৃতের স্ত্রী অবশ্য বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷ পাশাপাশি খুনের কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ নিহতের স্ত্রী সঙ্গে অভিযুক্তের প্রণয়ের সম্পর্কের জেরেই এই ঘটনা কি না, তাও জানতে তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন:
- বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, পলাতক স্বামী
- চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি ! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন
- 'খুন নয়, ছোটনের মোবাইলে বোনের আপত্তিকর ছবি নষ্ট করতে চেয়েছিলাম', স্বীকারোক্তি অভিযুক্ত মৃত্যুঞ্জয়ের