দার্জিলিং, 12 জুলাই : জিটিএ-র (GTA) শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । আইটি থেকে উদ্যানপালন, শিক্ষা থেকে পর্যটন । পাহাড়ের উন্নয়নে মঙ্গলবার বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি ৷ পাহাড়ে শান্তি বজায় থাকলে হিল বিজনেস সামিট করার পাশাপাশি পাহাড়ে বিনিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিকভাবে নয়, পাহাড়ে শান্তি বজায় রাখতে উন্নয়ন ও কর্মসংস্থানেই জোর রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "দার্জিলিংয়ে জায়গা আছে । 200 একর জমিতে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব, হোম স্টে, বড় বাজার, শপিং মল খাবারের দোকান, ট্যুরিজম হোটেল তৈরি করা যাবে । কালিম্পংয়ের জন্যও বলেছি । একই ভাবে কার্শিয়াং ও মিরিকেও করা যেতে পারে । চা-বাগানের 15 শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করতে দেওয়া যেতে পারে । এমনকি চা-বাগানে বসবাসকারীদের রাজ্যের তরফে আর্থিক সহযোগিতা করলে তারাও হোম স্টে তৈরি করতে পারবে । দার্জিলিংয়ে আইটি, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে । হিল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস দ্রুত চালু করা হবে । দার্জিলিংয়ের চার পৌরসভায় স্কিল ট্রেনিং ও তাদের চাকরির ব্যবস্থা করা হবে । মিরিকে ইকো ট্যুরিজম পার্ক হবে ।"
Mamata on Darjeeling Development: জিটিএ-র শপথে পাহাড়ে আইটি-ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর তবে এদিন পাহাড়বাসীর পানীয় জলের সমস্যাকে সব থেকে বেশি গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী । সেজন্য 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "প্রত্যেক ঘরে জল যাবে । দেড় দু’বছর লাগবে । হিল বিজনেস সামিট, দু’তিন মাসের মধ্যে করবেন । ঝোরার জল সংরক্ষণের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হবে । সেই কাজে সুইডেনের সংস্থার প্রয়োজনে সহযোগিতা নেওয়া হবে । দার্জিলিংয়ে ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট তৈরি করা যেতে পারে । এছাড়াও দার্জিলিংয়ের অর্কিড বিদেশে আমদানি হয়ে থাকে । সেজন্য আরেকটি হর্টিকালচার এক্সপোর্ট হাব তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ।"
পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী হওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী । রাজ্যে গতিধারা প্রকল্প বন্ধ হয়ে গেলেও দার্জিলিংয়ের মহিলা গাড়ি চালকদের জন্য গতিধারা প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী । পাশাপাশি হকারদের সরকারি আর্থিক সহযোগিতায় দোকান যাতে তৈরি করে দেওয়া যায় সেজন্য দার্জিলিংয়ের জেলাশাসক ও অনিত থাপাকে (GTA Chairman Anit Thapa) বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন :Mamata in GTA Oath taking: ধান্দাবাজদের পাহাড়ে অশান্তি করতে দেবেন না, পাহাড়বাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর