শিলিগুড়ি, 2 এপ্রিল : আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর এবার শিলিগুড়িতে উদ্ধার হল ক্যাঙ্গারু(Kangaroo Rescue)। মোট তিনটি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে এবং শনিবার সকালে দু‘টি ক্যাঙ্গারু উদ্ধার হয় ৷ যার মধ্যে একটি জীবিত ও একটি মৃত ৷ এছাড়াও শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের অধীনে ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ি থেকে একটি ক্যাঙ্গারু উদ্ধার হয়। ওই তিনটি ক্যাঙ্গারুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়। অন্যদিকে, এদিন সকালে মৃত ক্যাঙ্গারু উদ্ধার করে ফাড়াবাড়ির নেপালিবস্তির বাসিন্দা। তাঁরা মৃত ক্যাঙ্গারুটির দেহ দেখে খবর দেন বন দফতরকে। এরপর বন দফতরের আধিকারিকরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায় ৷ কুকুরের হামলাতে মৃত্যু হয়েছে ওই ক্যাঙ্গারুটির বলে জানা গিয়েছে। ঘটনার পরে মুখ্য বনপালকে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।