শিলিগুড়ি, 13 এপ্রিল : শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে নির্বাচনী জনসভা থেকে পৌরনিগমের কাজকর্মের সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "উনি শুধু কথায় কথায় চিঠি লেখেন।" এর জবাবে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "আমি তো মুখ্যমন্ত্রীকে প্রেমপত্র লিখিনি। আর চিঠি লেখা অন্যায় নাকি ? আমি তো চিঠিতে শুধুমাত্র শিলিগুড়ির মানুষের দাবির কথা লিখি।"
আমি মুখ্যমন্ত্রীকে প্রেমপত্র লিখিনি : অশোক - letter
আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় এসে শিলিগুড়ি পৌরনিগমের কাজের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এলাকার উন্নয়নের বরাদ্দ চেয়ে একাধিক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। এছাড়াও তিনি পুর ও নগরউন্নয়ন মন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে একাধিক সময় চিঠি লিখেছিলেন। এইবিষয়ে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব একসময় তাঁকে 'চিঠি বাবু' বলেও কটাক্ষ করেন। এবার সেই একই প্রসঙ্গ তুলে ধরলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি পৌরনিগমের কাজ নিয়েও সমালোচনা করেন। যদিও মেয়র সবটাই এক ফুৎকারে উড়িয়ে দেন।
অশোকবাবু বলেন, "আজ মুখ্যমন্ত্রীর জনসভায় লোক হয়নি। মানুষ তাঁকে প্রত্যাখান করেছে। তাতেই হতাশ হয়ে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন। আর উনি বলেন CPI(M)-কে দেখা যায় না। যদিও উনি এবার শিলিগুড়ি এসে CPI(M) কেই দেখতে পাচ্ছেন। আর কাউকে দেখতে পাচ্ছেন না। তাই এইসব বলছেন। এছাড়াও আমি যে দাবি আদায়ের জন্য চিঠি লিখেছি তা কি উনি অস্বীকার করতে পারবেন ? সামনাসামনি বসলে তথ্য সহ সব দেখাব।"