দার্জিলিং, 5 অক্টোবর : পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধান নয়। গোর্খাদের সমস্যা সমাধানে আচমকা সাংসদকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও ৷ পুজোর মধ্যেই গোর্খাদের সমাধানের জন্য বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার ৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রকের সেই চিঠি শুধু পাঠানো হয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে। আর কোনও পাহাড়ের রাজনৈতিক দল বৈঠকের চিঠি পায়নি বলে জানা গিয়েছে ৷
যদিও জিএনএলএফ দাবি করেছে, তারা একটি চিঠি পেয়েছে ৷ কিন্তু পাহাড়ের সমস্যা সামাধানের বৈঠকে বাকি কোনও রাজনৈতিক দলকে চিঠি নয় কেন ? এই প্রশ্ন উঠছে ৷ যদিও জিএনএলএফ-র দাবি এটা ত্রিপাক্ষিক বৈঠক হবে। রাজ্য সরকার-সহ সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হবে হচ্ছে ৷ প্রথমবার ডুয়ার্স থেকেও প্রতিনিধি থাকবে।
পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি প্রতিটি রাজনৈতিক দলেরই। সেই দাবিতে আমরণ অনশনে বসেছিল এবিজিএল বা অখিল ভারতীয় গোর্খা লিগ। ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস পেয়ে অনশন আন্দোলন প্রত্যাহার হয়। এই পরিস্থিতিতে সপ্তমীতে দিল্লিতে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজু বিস্তাকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লেখা রয়েছে গোর্খাদের সমস্যা নিয়ে আগামী 12 অক্টোবর বিকেল চারটের সময় সংসদ ভবনের 119 নম্বর কক্ষে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে।