শিলিগুড়ি, 19 জুলাই: ফের বাতিল টয়ট্রেন । আগামী 20 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে দার্জিলিং থেকে ঘুমগামী চারটি জয় রাইড পরিষেবা। এমন সিদ্ধান্তে হতাশ পর্যটকরা । চারটির মধ্যে তিনটে বাষ্পচালিত বা স্টিম জয়রাইড ও একটি ডিজেল-চালিত জয়রাইড সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ তথা ডিএইচআর ।
ডিএইচআর সূত্রে খবর, 52594, 52598 ও 52544 স্টিম ইঞ্জিন-সহ 52597 ডিজেল ইঞ্জিনের টয়ট্রেন বাতিল করা হয়েছে । প্রবল বৃষ্টিপাতের জেরে দার্জিলিং হিমালয়ান রেল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে । এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায় । ফলে বেশ কিছুটা ঝুঁকি নিয়েই টয়ট্রেন চালাতে হয় । আবার এই সময় পর্যটক কম থাকায় চাহিদাও অনেকটাই কমে যায় । টিকিট সেরকম বিক্রি হচ্ছে না । তাই আপাতত এই চারটি জয় রাইড বাতিল করা হল । পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ।"