পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nepali Language Day: নেপালি ভাষা দিবসে পাহাড়ে সরকারি ছুটি ঘোষণা করল জিটিএ - Anit Thapa Chief Executive of GTA

20 অগস্ট নেপালি ভাষা দিবস ৷ এদিন সরকারি ছুটি ঘোষণা করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ ৷ এই বছর থেকে নেপালি ভাষা দিবসের ছুটি শুরু হল ৷

ETV Bharat
নেপালি ভাষা দিবসে ছুটি ঘোষণা করল জিটিএ

By

Published : Aug 19, 2023, 12:13 PM IST

দার্জিলিং, 19 অগস্ট: নেপালি ভাষা দিবসে ছুটি থাকবে পাহাড়ে ৷ এই ঘোষণা করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ ৷ 20 অগস্ট নেপালি ভাষা দিবস ৷ এই দিন পাহাড়ে সরকারি ছুটি ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে জিটিএ প্রশাসনের তরফে ৷ আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাহাড়বাসী ৷

নেপালি ভাষাকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে জিটিএ প্রশাসন ৷ 18 অগস্ট জিটিএ-র প্রশাসনিক কার্যালয় লালকোঠিতে জিটিএ আধিকারিক, মুখ্যসচিব তথা দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা, সংস্কৃতি বিভাগের আধিকারিক আনোস থাপা-সহ জিটিএ সভাসদদের একটি বৈঠক হয় ৷

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নেপালি ভাষা দিবসে ছুটির নির্দেশিকা

সেই বৈঠকে এই বছর থেকে প্রতি বছর 20 অগস্ট জিটিএ এলাকায় নেপালি ভাষা দিবস উপলক্ষ্যে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ওই দিন পাহাড়ের সব সরকারি কার্যালয়, জিটিএ কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মূলত দার্জিলিং ও কালিম্পং জেলা জিটিএর অধীন ৷ তাই এই এলাকাগুলিতে ওই ছুটি লাগু হবে ৷ তবে দার্জিলিং জেলার সমতলে থাকা নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া ব্লক বা শিলিগুড়ি মহকুমা এলাকায় এই ছুটি জারি হবে না ৷

এই বিষয়ে জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, "পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল ৷ নেপালি ভাষা দিবসকে স্বীকৃতি দিতে হবে ৷ আর সরকারিভাবে সেই স্বীকৃতি দিতে এখন থেকে প্রতি বছর 20 অগস্ট জিটিএ এলাকায় নেপালি ভাষা দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হল ৷ পাহাড়বাসীর কাছে এটি একটি স্বতন্ত্র দিবস ৷ দিনটি পালন করা হবে ৷ এদিন পাহাড়জুড়ে নেপালি ভাষা দিবস পালন হবে এবং সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।"

আরও পড়ুন: গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা

নেপালি ভাষা প্রতিবেশী রাষ্ট্র নেপালের প্রধান ভাষা ৷ তবে পশ্চিমবঙ্গের উত্তরে গোর্খা জনজাতির বসবাস ৷ এখানে দার্জিলিং, কালিম্পংয়ে বহু মানুষ নেপালি ভাষায় কথা বলে ৷ সিকিমেও নেপালি ভাষা ব্যবহার করা হয় ৷ তাই নেপালি ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে এই ছুটি বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details