পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরাম বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি

শনিবার জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে দার্জিলিং রাজভবনে বৈঠকে বসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । দীর্ঘক্ষণ আলোচনা চলে । রাজ্যপালের কাছে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি জানায় নর্থ-ইস্ট ফোরাম ও জিএনএলএফ ।

gnlf-and-north-east-forum-demand-gorkhaland-to-governor
gnlf-and-north-east-forum-demand-gorkhaland-to-governor

By

Published : Jun 26, 2021, 7:09 PM IST

দার্জিলিং, 26 জুন : এবার রাজ্যপালের সঙ্গে দেখা করে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড অথবা সিকিমের সঙ্গে দার্জিলিং-কালিম্পংকে যুক্ত করার দাবি জানাল জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরাম । পাশাপাশি তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানাল ইউনাইটেড শেরপা অ্যাসোসিয়েশন ।

শনিবার জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে দার্জিলিং রাজভবনে বৈঠকে বসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । দীর্ঘক্ষণ আলোচনা চলে । রাজ্যপালের কাছে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি জানায় নর্থ-ইস্ট ফোরাম ও জিএনএলএফ । এইসঙ্গে তারা জানায়, যদি পৃথক রাজ্য সম্ভব না হয় তবে সিকিমের সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং পাহাড়কে যুক্ত করে দেওয়া হোক ৷

এই বিষয়ে জিএনএলএফ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ জিম্বা বলেন, "দার্জিলিং কয়েক দশক ধরে বঞ্চিত । নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে । সমস্যার সমাধান একমাত্র পৃথক রাজ্য গোর্খাল্যান্ড অথবা সিকিমের সঙ্গে দার্জিলিংয়ের সংযুক্তিকরণ ।"

আরও পড়ুন: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি একাধিক বিজেপি বিধায়কের

ইউনাইটেড শেরপা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরথেমবা সুব্বা বলেন, "একাধিকবার কেন্দ্র সরকারের কাছে তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি জানানো হয়েছে । প্রধানমন্ত্রী শিলিগুড়ি সফরেও আশ্বাস দিয়েছিলেন । কিন্তু কাজ না হওয়ায় এদিন রাজ্যপালের মাধ্যমে ফের একই দাবি জানানো হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details