শিলিগুড়ি, 11 জুন : আগুনে পুড়ে ছাই শিলিগুড়ি বিধান মার্কেটের সাতটি দোকান । আজ ভোররাতে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
বিধান মার্কেটে আগুন, পুড়ল সাতটি দোকান - siliguri
আজ ভোর রাতে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লাগে । ঘটনায় পুড়ে ছাই সাতটি দোকান ।
বিধান নগর মার্কেটে আগুন
ভোর রাতে একটি কসমেটিকের দোকানে আগুন লাগে । পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে । তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি । ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত, ছ'মাসের ব্যবধানে আবার বিধান মার্কেটে আগুন লাগল ।
Last Updated : Jun 11, 2019, 5:11 PM IST