কার্সিয়াং, 18 মে : কোরোনা রোধে দার্জিলিঙের সোনাদায় বসানো হল ডিসইনফেকশন টানেল । একটি সমাজসেবী সংস্থার তরফে সংক্রমণ নাশক এই টানেল দেওয়া হয় । ফলে, এখানকার বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করছেন সংস্থার সদস্য অলোক সিং।
দার্জিলিঙের সোনাদা বাজারে বসল ডিসইনফেকশন টানেল - Kurseong
কোরোনা মোকাবিলায় দার্জিলিঙে বসল ডিসইনফেকশন টানেল । একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে এই টানেল বসানো হয় ।
গতকাল ওই টানেল সোনাদা বাজারে বসানো হয় । উদ্বোধন করেন সোনাদা পুলিশ ফাঁড়ির OC বন্দনা প্রধান । ছিলেন সোনাদা হাসপাতালের ইন-চার্জ ডা: ওয়াংদি শেরপা সহ অন্যান্যরা । দার্জিলিঙে এই ধরনের টানেল প্রথম ।
এর আগে কোরোনা মোকাবিলায় GTA এলাকার বেশ কয়েক জায়গায় ডিজিটাল থার্মাল স্ক্যানার বসানো হয়েছে । এছাড়া বিভিন্ন জায়গায় নিয়ম করে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, 2 এপ্রিলের পর দার্জিলিং, কালিম্পং তথা GTA এলাকায় কোরোনা পজ়িটিভ মেলেনি । সেক্ষেত্রে নতুন করে আর যাতে কোরোনা সংক্রমণ না ঘটে সেজন্য GTAসহ দার্জিলিং ও কালিম্পং-এই দুই জেলা প্রশাসন তৎপর ।